Home সংবাদবর্তমান ঘটনা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মন্ত্রী অরূপ রায়

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন মন্ত্রী অরূপ রায়

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ অসুস্থ রাজ্যের সমবায় মন্ত্রী তথা তৃণমূলের হাওড়া জেলা সভাপতি অরূপ রায়। বুকে যন্ত্রণা অনুভব করায় রবিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হচ্ছে মন্ত্রীর।

তৃণমূল সূত্রে খবর, শনিবার বিকেলে হওড়া সদর তৃণমূল কার্যালয়ে কাজ করার সময়ই আচমকা বুকে ব্যথা অনুভব করেন অরূপ। তবে বাড়াবাড়ি রকমের কিছু না হওয়ায় বাড়ি চলে যান তিনি। বাড়িতে এসে তাঁকে কিছু ওষুধ দিয়ে যান পারিবারিক চিকিৎসক।

কিন্তু রবিবার ভোরে ফের তাঁর বুকে ব্যথা শুরু হয়ে যায়। চিকিৎসকদের পরামর্শে রবিবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে ভর্তির পর চিকিৎসকদের পর্যবেক্ষণ রয়েছেন মন্ত্রী।

ভোটের আগে সম্প্রতি ফের খবরের শিরোনামে উঠে এসেছেন হাওড়া জেলায় তৃণমূলের প্রাক্তন সভাপতি অরূপ। লক্ষ্মীরতন শুক্লর এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদ ছাড়া এবং দলের বিরুদ্ধে বৈশালী ডালমিয়ার বিদ্রোহ ঘোষণা, এ সবের পিছনে অরূপের সঙ্গে মতান্তরই দায়ী বলে মনে করেন দলেরই একাংশ। সেই নিয়ে টানাপড়েনের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন অরূপ।

Related Articles

Leave a Comment