কলকাতা টুডে ব্যুরো:বুধবারই হবে কাঁথি পুরসভা ভোটের ফলাফল গণনা। কাঁথি পুরভোটের গণনায় স্থগিতাদেশ নয়। বিজেপির আবেদন খারিজ করল আদালত। স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
ভোট গণনার ক্ষেত্রে আদালত এদিন স্থগিতাদেশ না দিলেও মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে কাঁথি নির্বাচনের ভবিষ্যত্। ১১ মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। রাজ্য নির্বাচন কমিশনকে তার আগেই, ৭ মার্চের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। মামলার আবেদনকারীকেও জবাব দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
কাঁথি পুরসভার নির্বাচন সংক্রান্ত মামলার শুনানির শুরুতেই মামলাকারীর তরফে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, আদালতের নির্দেশ ছিল শান্তিপূর্ণ নির্বাচন। অথচ, রাজ্যের মন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিকেল ৫টা পর্যন্ত খুনের হুমকিও দিয়েছেন। কাঁথি পুরসভার সর্বত্র বুথ দখল করা হয়েছে। এ নিয়ে একাধিক অভিযোগ করা সত্ত্বেও কমিশনের তরফে কোনওরকম পদক্ষেপ করা হয়নি। পুলিশও নিষ্ক্রিয় ছিল।
Topics
High Court Kathi Municipality BJP TMC Administration Kolkata