Home ভিডিও বৃষ্টির পরিমান অনেকটা কমবে -আবহাওয়া দপ্তর

বৃষ্টির পরিমান অনেকটা কমবে -আবহাওয়া দপ্তর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বুধবারের নিম্নচাপ এখন ঝাড়খন্ড ও বিহার এর উপরে রয়েছে এর ফলে দক্ষিণ বঙ্গে পশ্চিম এর জেলা গুলোতে কিছু কিছু জায়গায় বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভারি বৃষ্টি হয়েছে। বাকি জেলাতে বৃহস্পতিবার হালকা বৃষ্টি হয়েছে,শুক্রবার থেকে দক্ষিণ বঙ্গে আবহাওয়া র উন্নতি হবে কিন্তু শুক্রবার থেকে উত্তর বঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে. দার্জিলিং, কালিংপংঙ্ক, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুর এ ভারি বৃষ্টি হবার সম্ভবনা থাকবে। এরপরেও উত্তর বঙ্গে বৃষ্টি চলবে। কলকাতায় বৃহস্পতিবার হালকা বৃষ্টি হয়েছে, শুক্রবার থেকে বৃষ্টির পরিমান অনেকটা কমবে।
Topics
Alipore Weather Office  Rainfall  Monsoon  Administration  Kolkata

Related Articles

Leave a Comment