কলকাতা টুডে ব্যুরো:নেতাজি ইন্ডোরে ৫ হাজার পড়ুয়ার হাতে ক্রেডিট কার্ড তুলে দিল রাজ্য সরকার । এদিন নেতাজি ইন্ডোরে উপস্থিত ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে ব্যাংকগুলিকে লোন দিতে বাধা তৈরির চেষ্টা না করার বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, ”এটা শিক্ষার একটা নতুন দিগন্ত। গতবছর সরকারে আসার আগে এটা আমাদের প্রতিশ্রুতি ছিল। এখানে সরকারই হল গারান্টার। অনেকেই পড়াশোনার জন্য লোন পায় না। কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ইতিমধ্যেই ২০ হাজার পড়ুয়ার লোন ছাড়পত্র পেয়েছে। যার অর্থমূল্য ১৫৪২ কোটি টাকা। আরও ২৫ হাজার পড়ুয়া ছাড়পত্র পাবে। আমরা যখন ছোট ছিলাম, তখন আমরা কোন সুযোগ পাইনি, কিন্তু আমরা চাই না এখনকার ছাত্রছাত্রীরা সেই অসুবিধা ভোগ করুক।”
ব্যাংকগুলির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ”আমি অনুরোধ করবো সব ব্যাংকগুলোর কাছে, যদি আপনারা টাকা না রিলিজ করেন, তাহলে কোন গ্রোথ হবে না। বাকি ব্যাংক গুলোকেও বলব এই প্রকল্পে আসার জন্য। বাংলার ছেলেরা মাথা নিচু করে চলে না,মাথা উচু করে চলে।”
এই অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বললেন,”বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে বলব কেউ কেউ অডিট রিপোর্ট চাইছে। একমাত্র সরকার অডিট রিপোর্ট চাইতে পারে। কেউ কেউ হুমকি দিচ্ছে বলে খবর পাচ্ছি। ব্যাংকগুলিকে অনুরোধ করব, যাতে ওরা বেশি করে লোন দেয়।”
Topics
Mamata Banerjee BJP TMC Administration Kolkata