চেন্নাই, ১৫ ফেব্রুয়ারি: চেন্নাইয়ে অশ্বিনরাজ। বল হাতে ভেল্কির পর ব্যাট হাতেও কামাল রবিচন্দ্রন অশ্বিনের। অনবদ্য বললেও কম বলা হয়৷ চিপকের ঘূর্ণি পিচে এক অফ-স্পিনারের অসামান্য ইনিংস। হাঁকালেন দুরন্ত শতরান। প্রথম ইনিংসে বল হাতে ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংস সেঞ্চুরি করে নয়া মাইলফলক রবিচন্দ্রন অশ্বিনের। ৯৯ রানে দাঁড়িয়ে মইন আলিকে বাউন্ডারি মেরে সেঞ্চুরিতে পৌঁছন টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার৷ শেষ পর্যন্ত ১০৬ রানে আউট হন অশ্বিন৷ ১৪টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে সাজানো অশ্বিনের ঝকঝকে ইনিংস। ২৮৬ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস৷ ইংল্যান্ডের সামনে রেকর্ড ৪৮২ রানের টার্গেট। কার্যত অসম্ভব টার্গেট সামনে রেখে চিপকের ঘূর্ণি উইকেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ধরাশায়ী ইংল্যান্ডের টপ অর্ডার। তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে রুটবাহিনী। দুটি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। একটি অশ্বিনের। ইংল্যান্ডের স্কোর ৫৩/৩। ক্রিজে রয়েছেন অধিনায়ক জো রুট (২) ও ড্যানিয়েল লরেন্স (১৯)। এখনও ৪২৮ রানে পিছিয়ে ইংল্যান্ড। সিরিজে সমতা ফেরাতে কোহলিদের দরকার আর ৭ উইকেট। নিশ্চিত জয়ের দোরগোড়ায় ভারত।
ব্যাট ও বল হাতে দারুণ ফর্মে রয়েছেন অশ্বিন৷ অস্ট্রেলিয়া সফরের মতো ইংল্যান্ড সিরিজেও ব্যাটে-বলে তামিল এই অফ-স্পিনারের ফর্ম অব্যাহত৷ সিডনি টেস্টে ৩৯ রানের দুরন্ত ইনিংস খেলে ভারতকে ম্যাচ বাঁচাতে সাহায্য করেছিলেন অশ্বিন৷ অ্যাডিলেডে অস্ট্রেলিার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন৷ তারপর মেলর্বোনে পাঁচ উইকেট৷ অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের দ্বিতীয়বার টেস্ট সিরিজে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অশ্বিন৷
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে বল হাতে ভেলকি দিখিয়েছেন অশ্বিন৷ ভারত টেস্ট হারলেও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট-সহ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন তিনি৷ ব্যাটেও ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল৷ চিপকে দ্বিতীয় টেস্টে বল হাতে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটে ৩১ ও ১০৬ রানের ইনিংস খেলে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন ৩৪ বছরের তামিলনাড়ুর এই অলরাউন্ডার৷ এদিন সেঞ্চুরিতে পৌঁছে টেস্ট ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি নিজের নামে করেন অশ্বিন৷ দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ইনিংসের পাঁচটি উইকেট তুলে নিতে পারলে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাচে ১০ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার অনন্য নজির গড়বেন তিনি৷
অশ্বিনের সেঞ্চুরি ও বিরাট কোহলির হাফ-সেঞ্চুরির সুবাদে ইংল্যান্ডের সামনে রেকর্ড ৪৮২ রানের টার্গেট দিল ভারত৷ টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও দল এত রান তাড়া করে ম্যাচ জেতেনি৷ প্রথম ইনিংসে ১৯৫ রানে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে শুরুটা মন্দ না-হলেও ১০৬ রানে ৬ উইকেট হারায় ভারত৷ সেখান থেকে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান ক্যাপ্টেন কোহলি ও অশ্বিন৷ সপ্তম উইকেটে দু’জনে ৯৬ রানের পার্টনারশিপ গড়েন৷ টেস্ট কেরিয়ারে ২৫তম হাফ-সেঞ্চুরি করে মোয়েন আলির শিকার হন কোহলি৷ প্যাভিলিয়নে ফেরার আগে দুরন্ত ৬২ রানের ইনিংস খেলেন বিরাট৷
কোহলি প্যাভিলিয়নে ফিরলেও দলকে এগিয়ে নিয়ে যান অশ্বিন৷ শেষ উইকেটে ১১ নম্বর ব্যাটসম্যান মহম্মদ সিরাজকে নিয়ে ৪৯ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে তিনশোর দোরগোড়ায় পৌঁছে দেন৷ দু’টি ছক্কা-সহ ১৬ রানের অপরাজিত থাকেন সিরাজ৷