কলকাতা টুডে ব্যুরো: ভোটগ্রহন শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরাদ হাকিম উপনির্বাচন বিজেপির বিভিন্ন অভিযোগ সম্পর্কে জানান – “যারা নির্বাচন কমিশন এবং তৃণমূলের আঁতাত নিয়ে অভিযোগ করছে আসলে তারা নিজেদের হারের অজুহাত খুজছে। এতদিন তো জানতাম নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত ওনাদের।যখনই নির্বাচন কমিশন অদের কথা শুনে কাজ করবে না তখনই সেটা আঁতাত হয়ে যায় । জর্জ সাহেবরাও নিশ্চয়ই তিতিবিরক্ত হয়ে যান এবার আচরণে।আজকে সারাদিন ধরে আমাদের ওপর অত্যাচার করা হয়েছে। একজন ভোটারকে, ভুয়ো ভোটার বলে হয়রানি করিয়েছে, পরে পুলিশ অনুসন্ধান করে সেই ভোটারকে ছেরে দেয়।আমি তৃণমূলের কর্মীদের বলেছি মাথা গরম না করতে, কনরকম প্ররোচনায় পা না দিতে ”
ভোটের মার্জিন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরাদ হাকিম জানান “আমি এখনই বলতে পারছি না তবে খুব ভালো মার্জিন হবে।”
বিজেপি নেতা কল্যাণ চৌবের ওপর নিগ্রহ প্রসঙ্গে ফিরাদ হাকিম বলেন – “কল্যাণ চৌবেকে কেউ নিগ্রহ করেনি, অনার সঙ্গে একজন বাইক আরোহীর বচসা হয়।”
সব শেষে তিনি বলেন “ভবানীপুরে প্রতিটি বুথে প্রায় ২০ শতাংশ ভোটারের অস্তিত্বই নেই। ভবানীপুর উপনির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট, খুব ভালো ভোট হয়েছে। মমতা মানুষের হৃদয়ে আছেন, বিজেপি ভেবেছিল ভবানীপুরে নন্দীগ্রামের মতো ঘটনা ঘটাবে।ভবানীপুরে বিজেপির হারের পর ফুল পাঠাবো। ভবানীপুরে কোথাও রিগিং হয়নি।” এবং বিজেপির প্রার্থীকে ” টাটা টেগ্রিওয়াল” বলে কটাক্ষও করেন |
Topics
Firhad Hakim Priyanka Tibrewal BJP TMC Administration Kolkata