সিডনি, ১১ জানুয়ারি: ভারতের দাবি মেনে নিল অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্ট নিয়ে জটিলতা কাটল। কাল, মঙ্গলবারই ব্রিসবেনে উড়ে যাচ্ছে রাহানের ভারত। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি সোমবার সেকথা নিজেই জানিয়েছেন।
হকলি বলেছেন, ‘যগেভাবে পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সূচি মেনে গাব্বায় চতুর্থ টেস্ট খেলা হবে। গতকাল আমাদের মধ্যে আলোচনা হয়েছে। কোনও সমস্যা তৈরি হয়নি।’
ব্রিসবেনের কড়া কোয়ারেন্টিন নিয়ম নিয়ে আপত্তি জানিয়েছিল বিসিসিআই। কিন্তু ভারতীয় বোর্ডের দাবি মেনে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। জানা গিয়েছে, ক্রিকেটারদের হোটেলের মধ্যে মেলামেশা করার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি, হোটেলে কোনও পুলিশি নজরদারি থাকবে না। ক্রিকেট অস্ট্রেলিয়া একটি গোটা কমপ্লেক্সকেই ভাড়া করেছে। যেখানে ক্রিকেটারদের মেলামেশা করতে কোনও বাধা নেই।
কুইন্সল্যান্ডে নতুন করে কোনও করোনাভাইরাসের সংক্রমণ খুঁজে পাওয়া যায়নি। তিনদিনের লকডাউনও শেষ হয়েছে। তবে ঝুঁকি নিতে রাজি নয় সরকার। গাব্বার আসন সংখ্যা কমিয়ে ২০ হাজার করা হয়েছে। মাঠের ভেতরে ঢোকা, বেরনো, ঘোরাফেরার সময় সর্বক্ষণ মাস্ক পরে থাকা বাধ্যতামূলক।