Home সংবাদ ‘ভুয়ো ভোটের ওপর নির্ভর করেই তৃণমূল জয়ের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী’, আক্রমণ শানালেন শুভেন্দু

‘ভুয়ো ভোটের ওপর নির্ভর করেই তৃণমূল জয়ের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী’, আক্রমণ শানালেন শুভেন্দু

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বৃহস্পতিবার ভবানীপুরে ভোট গ্রহণ পর্ব শেষ হল। এদিন সকাল থেকেই টানটান উত্তেজনার মধ্যেই ভোটগ্রহণপর্ব চলে। বিজেপির পক্ষ থেকে বারবার শাসকদলের বিরুদ্ধে অভিযোগ ওঠে অভিযোগ ওঠে ভোটারকে নিয়েও ।এক ভুয়ো ভোটারকে হাতে নাতে ধরেছেন বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা। তাঁর অভিযোগ, কোনও পরিচয় পত্র ছাড়াই বুথে প্রবেশ করেছেন তিনি। শুধু তাই নয়, জিজ্ঞাসা করলে তিনি জানতে পারেন ওই যুবক আসলে বাঁশদ্রোণীর ভোটার। আর এই সেই ইস্যুতেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য ।
ঘটনার ভিডিয়ো টুইটারে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তোলেন, বাঁশদ্রোণীর ভোটার কী ভাবে ভোট দিতে এল ভবানীপুরে? পাশাপাশি তাঁর দাবি, ভুয়ো ভোটের ওপর নির্ভর করেই তৃণমূল জয়ের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী। তিনি লিখেছেন, ‘বি তে ভবানীপুর, বি তে বাঁশদ্রোণী’।


আক্রমণ শানিয়েছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যও।টুইটে তিনি দাবি করেছেন, নন্দীগ্রামের হারের পর ভুয়ো ভোটে নির্ভর করেই জিততে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ‘একজন মুখ্যমন্ত্রীর কি ভু্য়ো ভোটের রায় মানায়?’ তিনি উল্লেখ করেছেন, ‘ভুয়ো ভোটের অতিমারি থাবা বসিয়েছে ভবানীপুরে।


Topics
Mamata Banerjee  Suvendu Adhikary BJP  TMC  Administration Kolkata

Related Articles

Leave a Comment