Home ভিডিও ভোটের আগে গেস্টহাউস গুলিতে তল্লাশি অভিযান পুলিশের

ভোটের আগে গেস্টহাউস গুলিতে তল্লাশি অভিযান পুলিশের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রাত পোহালেই রাজ্যের পুরনিগমে ভোট। সেই তালিকায় নাম রয়েছে বিধান নগরের। ভোট গ্রহণ প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ কোর্টে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আপাতত সিদ্ধান্ত হয়েছে রাজ্য পুলিসই সামলাবে এই ভোটে আইনশৃঙ্খলা। সেই মর্মে শুক্রবার সকাল থেকে বিধাননগর পুরনিগমের একাধিক জায়গায় রুট করেছে পুলিস। তাদের সঙ্গে ছিল সশস্ত্র বাহিনী। সল্টলেক, চিংড়িঘাটা এবং নিউ টাউনের একাধিক ওয়ার্ডে রুটমার্চ করতে দেখা গিয়েছে বিধান নগর কমিশনারেটের পুলিস।

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

পাশাপাশি এবার গেস্ট হাউস গুলিতে তল্লাশি অভিযান চালালো বিধাননগর পুলিশ। বিধাননগরের বাইরে থেকে কেউ গেস্ট হাউস গুলিতে থাকছেন কিনা সেটা খতিয়ে দেখা হয়। হোটেলের রেজিষ্টার, ই ফর্ম খতিয়ে দেখার পাশাপাশি যে সমস্ত গেস্ট রয়েছে তাদের রুমে গিয়ে পরিচয়পত্র খতিয়ে দেখে বিধাননগর পুলিশ। বহিরাগত রুখতেই এই তল্লাশি অভিযান বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুনঃ ছোটদের ক্লাস খোলার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার ,জানালেন মুখ্যমন্ত্রী

নির্বাচন যাতে সুস্থ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হয় তার জন্য কোমড় বেঁধে নেমেছেন নির্বাচন কমিশন।

Topics

SEC Election BJP TMC Administration Kolkata

Related Articles