Home রাজনৈতিক ভোটের আগে ‘দিদি’ থেকে ‘বাংলার মেয়ে’ হলেন মমতা

ভোটের আগে ‘দিদি’ থেকে ‘বাংলার মেয়ে’ হলেন মমতা

by Kolkata Today

কলকাতা, ২০ ফেব্রুয়ারি: ভোটের আগে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। নির্বাচনী ময়দানে পোস্টার-ব্যানার-স্লোগানেও যুদ্ধ চলছে। এই আবহে ভোটের আগে বাংলার ‘নিজের মেয়ে’ হলেন মুখ্যমন্ত্রী। ‘দিদি’থেকে ‘দুহিতা’ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এবারের বিধানসভা ভোটে তৃণমূল যখন বিজেপি-র বিরুদ্ধে ‘বহিরাগত’ তকমা লাগিয়ে সরব হয়েছে, সেই আবহে মমতাকে বাংলার ‘নিজের মেয়ে’ সম্বোধন করে বার্তা দিতে চাইল তৃণমূল। এই প্রসঙ্গে সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘নির্বাচনের প্রাক্কালে অনেক রাজনৈতিক দল ঘুরে বেড়াচ্ছে। তন্ন তন্ন করে নিজেদের মুখ খুঁজে বেড়াচ্ছে তারা। আমরা তৃণমূল খুঁজছি না। কারণ, আমাদের ঘরের মধ্যে একটি মেয়ে রয়েছে। যাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি গত ১০ বছরে অক্লান্ত পরিশ্রম করে মানুষের সেবা করেছেন।’

আর মমতাকে সামনে রেখে ভোটের আগে ফের নতুন স্লোগানে সুর বাঁধল তৃণমূল। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ এই নয়া স্লোগানেই ফের পোস্টার তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী স্লোগান সমূহের মধ্যে এটি হচ্ছে প্রধান স্লোগান। নীল বাড়ি দখলের লড়াইয়ে কে হবে জয়ী? আপাতত সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ। আসন্ন বিধানসভা ভোটে কখনও বাংলার সংস্কৃতি, কখনও স্বামী বিবেকানন্দ, কখনও নেতাজি, কখনও রবীন্দ্রনাথ, ভোট বাক্সে জয় পেতে প্রতিটি দলই জোর দিয়েছে বাংলা ও বাঙালির আবেগের উপর। বাংলা ও বাঙালির আবেগকে গুরুত্ব দিয়ে স্লোগান তৈরি করেছে শাসক দল। শনিবার এই ধরনের বিভিন্ন স্লোগানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় দলের তরফে।

এরপর কে হবেন বাংলার মুখ্যমন্ত্রী? এখন এই প্রশ্নই ঘুরছে চারদিকে। একদিকে বিজেপির দাবি আসন্ন নির্বাচনে জিতলে বাংলার ভূমিপুত্রই বাংলার মুখ্যমন্ত্রী হবেন। অন্যদিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূলের স্লোগান, ‘বাংলা নিজের মেয়েকেই চায়।’ উদ্বোধনের পর বাংলা জুড়ে একাধিক জায়গায় নজরে আসতে চলেছে এই স্লোগান।

Related Articles

Leave a Comment