কলকাতা টুডে ব্যুরো: কলকাতায় সংক্রমণ কমলেও উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গে সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। এই পরিস্থিতিতে মানুষের ভোট নিয়ে উদ্বেগ কাজ করতে পারে। সংক্রমণে মৃত্যুহারও নেহাত কম নয়। তাই বিজেপির তরফে সোমবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে দাবি করা হবে, জানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
শমীক ভট্টাচার্যের কথায়, “আগামী ১২ ফেব্রুয়ারি চারটি পুরনিগমে ভোট হচ্ছে। আদালতের পর্যবেক্ষণ ছিল চার থেকে ছ’ সপ্তাহ ভোট পিছিয়ে দেওয়া হোক। রাজ্য নির্বাচন কমিশন চার সপ্তাহের ন্যূনতম সময়সীমা মানেনি। ১২ তারিখে ভোট, ১৪ তারিখ গণনা। আমরা প্রথম থেকে দাবি করে এসেছি সমস্ত পুরভোট একসঙ্গে হোক। আমাদের দাবি ছিল সমস্ত ভোটের গণনা একদিনে হোক। কলকাতার ভোট আগে হয়েছে। বাকি পুরনিগমের ভোট ১২ তারিখ। ২৭ ফেব্রুয়ারি যে পুরভোট হচ্ছে তার গণনা সম্ভবত মার্চ মাসের ৩ তারিখ। আমরা সোমবার নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, চারটি পুরনিগমের নির্বাচন এবং ১০৮টি পুরসভার ভোট গণনা একদিনে হোক।”
আরও পড়ুনঃআশঙ্কাজনক হলেও স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়
শমীক ভট্টাচার্যের দাবি, “সংক্রমণ কলকাতায় কম হলেও উত্তরবঙ্গে বাড়ছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সংক্রমণের হার বাড়ছে। মৃত্যুর সংখ্যা কিন্তু খুব একটা কমেনি, বরং বেড়েছে। এই পরিস্থিতিতে আমরা দলের পক্ষ থেকে চাই ২৭ ফেব্রুয়ারির যে ভোট তা চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক। মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমরা চাই চার সপ্তাহ ভোট পিছিয়ে যাক। চার পুরসভা-সহ সমস্ত পুরভোটের গণনা একদিনে হোক। এই দাবি নিয়ে আমরা রাজ্য নির্বাচন কমিশনে যাচ্ছি।”
আরও পড়ুনঃ পেগাসাস ইস্যু নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের পালা বঙ্গ রাজনীতিতে
পেগাসাস ইস্যুতে শমীক ভট্টাচার্য বলেন এ বিষয়ে মুকুল রায় খুব ভালো করে বলতে পারবেন তার কারণ একসময় রাজ্য সরকারের বিরুদ্ধে ফোনটা ফিংয়ের অভিযোগ তুলেছিলেন নিজেই।
পাশাপাশি এদিন রাজ্যপালের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আহ্বান কে সমর্থন করে বলেন সংবিধান রক্ষার তার সম্পূর্ণ অধিকার রয়েছে।
Topics
Samik Bhattcharya BJP TMC Administration Kolkata