কলকাতা টুডে ব্যুরো:ভোট লুট হয়েছে।পুরভোটে শাসকদলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলেছেন বাম নেতা সুজন চক্রবর্তী।
পুরো ভোটের ফলাফলের প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট বলেন,”ভোট লুট হয়েছে। রীতিমতো সন্ত্রাস হয়েছে। এ ভাবে ভোট হতে পারে না।” পাশাপাশি তিনি আরও বলেন, মানুষ ঠিক তফাতটা বুঝতে পারবে।
সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, ২১৭০টির মধ্যে ১৮৬২টি ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল৷ বিজেপি জিতেছে ৬৩টি ওয়ার্ডে৷ বামেরা জয়ী হয়েছে ৫৬টি আসনে৷ কংগ্রেসের প্রাপ্তি ৫৯টি আসন৷ বাম, বিজেপি, কংগ্রেস যেখানে সেঞ্চুরির থেকে অনেক দূরে থেমেছে, সেখানে নির্দলরা জয়ী হয়েছেন ৮৯টি আসনে৷ কমিশনের তথ্য অনুযায়ী, নির্দলদের প্রাপ্ত ভোটের সংখ্যা ৩ লক্ষ ৫১ হাজার ৯১৮৷
বুধবার ১০৮ টি পুরসভার ফলাফল প্রকাশিত হল। তৃণমূলের সবুজ ঝড়ে মাথা তুলে দাঁড়াতে পারেনি অন্য কোনও রাজনৈতিক দল। তবে সেই ঝড়ে নিভু নিভু করেও জ্বলছে বামেদের প্রদীপ। ১০৮ টি পুরসভার মধ্যে একটি পুরসভা নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে বামপন্থীরা।
Topics
Sujan Chakraborty Congress CPM BJP TMC Administration Kolkata