Home সংবাদ মইদুলের মৃত্যুতে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর, পরিবারকে চাকরির আশ্বাস

মইদুলের মৃত্যুতে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর, পরিবারকে চাকরির আশ্বাস

by Kolkata Today

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: বাম যুবকর্মীর মৃত্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। নবান্ন অভিযানে গিয়ে মৃত ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুতে দুঃখ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘যে কোনও মৃত্যু দুঃখজনক। কোনও সাহায্যই সেই দুঃখ লাঘব করতে পারে না। তবু তাঁর পরিবার চাইলে, পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। আর্থিক সাহায্যও আমরা করতে চাই। সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সুজন চক্রবর্তীকে ফোন করেছিলাম।’

তবে এদিন দুঃখ প্রকাশ করলেও মইদুলের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘মইদুল আদৌ কি ওইদিন আন্দোলনে ছিলেন? গত দু’দিন ধরে ওই যুবকের খবর জানত না পরিবারও। পুলিশকেও কিছু জানানো হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখবে পুলিশ।’

বামেদের অভিযোগ, গত ১১ তারিখ নবান্ন অভিযানে পুলিশের লাঠির মারেই গুরুতর জখম হন ওই যুবক।কিডনি বিকল হয়ে সোমবার সকালে শহরের একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় মইদুলের।

Related Articles

Leave a Comment