নিজস্ব প্রতিনিধিঃ আইএসএল টেবিলে শীর্ষে থেকে প্লে-অফে ওঠার লক্ষ্য এটিকে মোহনবাগানের। মঙ্গলবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ফিরতি পর্বের ম্যাচে খেলতে নামছে সবুজ মেরুন ব্রিগেড। প্রথম পর্বের ম্যাচে ২-০ গোলে নর্থ ইস্টকে হারালেও এই ম্যাচে খালিদ জামিলের দলকে হাল্কাভাবে নিতে রাজি নন কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। সোমবার ম্যাচের আগের দিন বাগানের স্প্যানিশ কোচ বলেন, ‘আগের পর্বের ম্যাচে আমরা জয় পেয়েছি বলে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কোনও কারণ নেই। গত পর্বের ম্যাচে আমরা ভাল খেলেছি। তাই জয় পেয়েছি। আমরা প্রতিপক্ষকে সম্মান দিচ্ছি। এই ম্যাচ জেতার জন্য আমরা আমাদের ১০০ শতাংশ দেব।’ চেন্নাই ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে মঙ্গলবারের ম্যাচ খেলতে পারবেন না এডু গার্সিয়া। চোটের কারণে নর্থ ইস্ট ম্যাচে নেই লেফট ব্যাক শুভাশিস বোস। মঙ্গলবার এই দুজনের জায়গায় বাড়তি দায়িত্ব নিতে হবে জাভি ও সুমিত রাঠীকে।
জেরার্ড নুস দায়িত্ব ছাড়ার পর নর্থ ইস্ট ইউনাইটেডের দায়িত্ব নিয়েছেন সহকারী কোচ খালিদ জামিল। বেঙ্গালুরু এফসি থেকে দলে এসেছেন স্ট্রাইকার দেশরম ব্রাউন। কোচ ও ফুটবলার পরিবর্তন হওয়ায় প্রতিপক্ষকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন হাবাস। তিনি বলেন, ‘এই ম্যাচ খুব কঠিন হবে। ওদের দলে কিছু ভাল ফুটবলার আছে। তাই আমাদের জিততে গেলে অনেক ভাল ফুটবল খেলতে হবে।’
দল প্লে-অফে চলে গিয়েছে, এমনটা মানতে রাজি নন এটিকে মোহনবাগান কোচ। তবে লিগ শীর্ষে থেকেই প্লে-অফে যেতে চান হাবাস। তিনি বলেন, ‘আমরা জানি না কোন দল কত পয়েন্ট পেয়ে লিগ শেষ করবে। প্রথম চারে কোন কোন দল থাকবে, সেটাও পরিষ্কার নয়। এখনও অনেক ম্যাচ বাকি আছে। আমরা আমাদের পরিকল্পনা মতো চলব। সব ম্যাচ থেকেই তিন পয়েন্ট পাওয়াই লক্ষ্য আমাদের।’
চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জিতলেও স্ট্রাইকারদের ফর্ম নিয়ে চিন্তিত নন হাবাস। তিনি বলেন, ‘গত ম্যাচে আমরা ভাল খেলেছি। গোল করাটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রথম মিনিট হোক বা শেষ মিনিট। ৯০ মিনিটের খেলায় গোল যে কোনও সময় আসতেই পারে।’