Home ভিডিও ‘মদন বাবু এখন নিজের জায়গা নিজের দলে খুঁজে বেড়াচ্ছেন’, কটাক্ষ সুকান্ত মজুমদারের

‘মদন বাবু এখন নিজের জায়গা নিজের দলে খুঁজে বেড়াচ্ছেন’, কটাক্ষ সুকান্ত মজুমদারের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: নেতাজি 125 তম জন্ম বার্ষিকী নিয়ে রাজ্য কেন্দ্র সংঘাত এখনো অব্যাহত এমন পরিস্থিতিতে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন,” মোদীজির সরকার ক্ষমতায় আসার পর থেকে বেশ কয়েকবছরের আন্দামান এ একটি দ্বীপের নামকরণ থেকে শুরু করে, মুদ্রার নামকরণ, লালকেল্লায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বিশেষ অনুষ্ঠান, অখন্ড ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কাকে অভিহিত করা, এবং
সর্বশেষ যে ঘোষণা উনি করেছেন যে আগামীকাল থেকে দিল্লিতে ইন্ডিয়া গেটের বুকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি বসানো, সেখানে গ্রানাইটের একটি মূর্তি বসানো হবে। আমার মনে হয় এর আগে ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সরকার এসেছে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি দিল্লির বুকে জ্বলজ্বল করবে এই গৌরব শুধু বাঙালি জাতির জন্য নয়, সারা ভারতবাসীর জন্য গৌরবের।
মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজারহাটে নেতাজির একটি মূর্তি প্রতিষ্ঠা করবেন এবং বিশ্ববিদ্যালয় স্থাপিত করবেন কিন্তু এক বছর শেষ হয়ে যাওয়ার পরেও তার প্রতিশ্রুতি রক্ষা করেন নি।মাননীয়া মুখ্যমন্ত্রী যে কোনো কিছুরই উদ্বোধনের জন্য এক্সপার্ট। যখন উনি রেল মন্ত্রী ছিলেন তখন তাঁর শিলান্যাস এর জন্য বিভিন্ন স্টেশনের দেয়াল তৈরি করা হয়েছিল শিলান্যাসের জন্য। এবং ওনাকে ডাকা হতো শীলা দি নামে। যে জিনিস উনি শুরু করেছেন, না তার কোনও বাজেট থাকে, না কোনও প্ল্যানিং। কিছুই থাকে না, সবকিছুই মুখ থুবড়ে পড়ে চমকদারির রাজনীতি। কাঁচকলা। ”

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

এদিন শান্তনু ঠাকুর প্রসঙ্গে মুখ খুললেন সুকান্ত মজুমদার। তিনি বলেন,”আমার এই নিয়ে শান্তনু ঠাকুর এর সঙ্গে এই মুহূর্তে কোন কথা হয়নি। কিন্তু আগামী দিনে অবশ্যই কথা বলব। আমি দেখতে পেয়েছি বর্তমানে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে শান্তনু ঠাকুর ভারতবর্ষের একটি অন্যতম বিভাগের মন্ত্রী। ”

আরও পড়ুনঃ আগামী দু-তিন মাসের মধ্যে খুলতে চলেছে টালা ব্রিজ

মদন মিত্র কে নিয়েও এদিন কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন,”মদন বাবু এখন নিজের জায়গা নিজের দলে খুঁজে বেড়াচ্ছেন। মাঝে ভেবেছিলেন ফেসবুকে ভেসে ভেসে বেঁচে ছিলেন। কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতি কোনও ভাবে নরম হন বা তার ফলে যদি কোনরকম পুরস্কার বা মন্ত্রিত্ব পাওয়া যায়, সেদিকে তাকিয়ে আছেন। “প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজ্যের জেলা শাসকদের বৈঠক নিয়ে তিনি বলেন,”অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের বহু গুরুত্বপূর্ণ প্রকল্প এখানে বাস্তবায়িত হয় না এবং বাস্তবায়িত হলেও তার স্বরূপ এবং নাম অদ্ভুত ভাবে পরিবর্তিত হয়ে যায়। যেমন নতুন একটি কৃষকদের জন্য প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন বলে সংবাদপত্র দেখা যাচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প বহুদিনের, তার নাম বদলে দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ নেতাজির 125 তম জন্ম দিবস উপলক্ষে অভিনব ট্রাম এর আয়োজন রাজ্য সরকারের, উদ্বোধন করলেন মদন মিত্র

বিজেপিতে বিদ্রোহীর সংখ্যা বাড়ছে এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার কে প্রশ্ন করা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান,”
ভারতীয় জনতা পার্টি তে কোনও সমস্যা নেই। সংখ্যাটা আমাদের জানান। ৫০ জন ক্রস করেছে, ৬০ জন ক্রস করেছে? এটা এক্সেপশন, হয়তো তাদের কোন সমস্যা হচ্ছে। আমাকে অনেক বিদায় কি জানিয়েছেন আমরা সিকিউরিটি রাখতে পারছিনা। আমাদের সিকিউরিটি রাখতে গেলে খরচ করতে হয়। কারণ সিকিউরিটি থাকার ব্যবস্থা করতে হবে, বাইরে নিয়ে গেলে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের বিধায়করা সৎ, তারাতো তৃণমূলের বিধায়কদের মত চোর নয়, যে অসৎ পথে খরচ করবেন।”

 

Topics

Sukanta Majumdar BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment