Home সংবাদবর্তমান আপডেট ‘মধ্যরাতের পর বিধানসভার অধিবেশন ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, কিন্তু এটাই মন্ত্রিসভার সিদ্ধান্ত’, রাজ্যপালের টুইটে তোলপাড় বঙ্গ রাজনীতিতে

‘মধ্যরাতের পর বিধানসভার অধিবেশন ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, কিন্তু এটাই মন্ত্রিসভার সিদ্ধান্ত’, রাজ্যপালের টুইটে তোলপাড় বঙ্গ রাজনীতিতে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হবে রাত ২ টোয়। টুইটে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় । রাজ্যের মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত মেনে নিয়েই এই ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নিজেই টুইট করে ঘটনার কথা জানিয়ে লেখেন, ‘৭ মার্চ রাত ২টোয় বসবে অধিবেশন। মধ্যরাতের পর বিধানসভার অধিবেশন ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা, কিন্তু এটাই মন্ত্রিসভার সিদ্ধান্ত।’ এই টুইটের পর রীতিমতো আলোচনা শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা।

এদিন রাজ্যপাল জানান, মধ্যরাতের পর অধিবেশনের সময় কিছুটা অদ্ভুত মনে করে, আজ দুপুরের আগে জরুরি পরামর্শের জন্য মুখ্যসচিবকে ডেকে একটি আউটরিচ প্রচেষ্টা করা হয়েছিল। কিন্তু তা বাস্তবায়িত করা হয়নি। সংবিধানের ১৭৪ ধারা অনুযায়ী, রাজ্যপাল সময় মতো আইনসভার কোনও কক্ষের অধিবেশন ডাকতে পারেন। তবে একটি অধিবেশনের শেষ বৈঠক এবং পরবর্তী বৈঠকের মধ্যে ছয় মাস তিনি হস্তক্ষেপ করবেন না। রাজ্যপাল কোনও কক্ষের অধিবেশন স্থগিত করতে পারেন বা বিধানসভা ভেঙে দিতে পারেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, সূচিপত্র টাইপ করতে গিয়েই বিপত্তি ঘটেছে। ইংরাজি ২ পিএম–এর জায়গায় ২ এএম লেখা হয়েছে ভুল করে। দুপুর ২টোর বদলে রাত ২টোয় রাজ্যপালের ভাষণের সূচি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Topics

Governor Jagdeep Dhankhar Assembly Administration Kolkata

Related Articles