Home রাজনৈতিক মাননীয়া বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চাইছে, দিলীপের পোস্ট ঘিরে বিতর্ক

মাননীয়া বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চাইছে, দিলীপের পোস্ট ঘিরে বিতর্ক

by Kolkata Today

কলকাতা, ২৮ জানুয়ারি: একুশের বিধানসভা নির্বাচন নিয়ে চলছে শাসক-বিরোধী হাড্ডাহাড্ডি লড়াই। নির্বাচন এগিয়ে আসতেই শুরু হয়েছে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা। তার আগে দু’পক্ষের মধ্যে জমে উঠেছে বাক তরজাও। এবার আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধতে গেল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

এদিন ফেসবুক পোস্ট-এ বিস্ফোরক মন্তব্য করেন তিনি। ওই ছবি উপরে লেখা, ইসলামিক বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’। তারপর লেখা, তৃণমূলের প্রচারে বাংলাদেশী অভিনেতা, মাননীয়ার মুখে বাংলাদেশী স্লোগান, তৃণমূলের পুজোয় বাংলাদেশী ক্রিকেটার। আর নীচে বড় অক্ষরে লেখা, মাননীয়া লড়ছেন গ্রেটার বাংলাদেশের লক্ষ্যে।

উল্লেখ্য, এর আগে ভোটপ্রচারে বাংলাদেশের অভিনেতা ফিরদৌসকে দেখা যায়। বাংলাদেশের স্লোগান বলতে দিলীপ ঘোষ ‘জয় বাংলা’কে বোঝাতে চেয়েছেন। শেখ মুজিবের কন্ঠে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জনপ্রিয় হয় স্লোগানটি। তবে বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তা শোনা যাচ্ছে।

গত ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তৃতা দিতে মঞ্চে ওঠার সময়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হয়। তাতে ক্ষুব্ধ হন বাংলার মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখবেন না বলেই জানিয়ে দেন। পাল্টা ‘জয় বাংলা’ স্লোগানও শোনা যায় তাঁর গলায়। সেই রেষ ধরেই বিস্ফোরক পোস্ট করেন দিলীপ ঘোষ। যদিও তাঁর এই পোস্টের তীব্র বিরোধিতা করেছে শাসকদল তৃণমূল।

Related Articles

Leave a Comment