Home রাজনৈতিক মালদহে উন্নতি করেও একটাও আসন পাইনি, লোকসভা ভোটের অক্ষেপ মমতার

মালদহে উন্নতি করেও একটাও আসন পাইনি, লোকসভা ভোটের অক্ষেপ মমতার

by Kolkata Today

মালদহ, ১০ ফেব্রুয়ারি: মালদহে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু একটা আসন আমরা পারিনি৷ এবার আম-আমসত্ব, দুটোই চাই৷ বুধবার মালদহবাসীর কাছে এই আবদারই করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷

এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পর মালদহের জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইংরেজ বাজারের ডিএসএ স্টেডিয়াম সংলগ্ন ময়দানে সভা করেন তৃণমূল নেত্রী। সেখানে আক্ষেপের সুরে বলেন, ‘আমি মালদহের জন্য অনেক করেছি। কিন্তু একটাও আসন পাইনি, একটা সিটে কংগ্রেস জিতেছে। একটা বিজেপি জিতেছে। এমনকি, মৌসমকেও হারিয়ে দেওয়া হয়েছে। আমি কিন্তু মৌসমকে রাজ্যসভায় করে দিয়েছি। দক্ষিণ দিনাজপুরে আমার সাংসদ নেই। আমি কিন্তু অর্পিতা ঘোষকে করে দিয়েছি। মানস ভুঁইয়াকে করে দিয়েছি। এরপরই মমতা বলেন, মালদহে আমরা কি কিছুই পাব না? এবার কিন্তু শূন্য হাতে ফিরে যেতে আসিনি।’

গত ২০১৬ বিধানসভা নির্বাচনে রাজ্যে একমাত্র মালদহ জেলায় কোনও আসনে জেতেনি তৃণমূল। ২০১৯ লোকসভা নির্বাচনেও জেলার দুটি আসনে হেরেছে তৃণমূল। এনিয়ে বারবারই আক্ষেপ শোনা গিয়েছে দলনেত্রীর গলায়। উন্নয়নের কাজ করেও মালদহে কেন ভাল ফল করা যাচ্ছে না তা নিয়ে প্রকাশ্যে অভিমান জানাতেও শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এদিন ফের তাঁর গলায় একই আক্ষেপ শোনা গেল৷

গত পাঁচ বছরেরও বেশি সময় মালদহে দলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। গত কয়েক বছরে মালদহে বিজেপির শক্তি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।তবু এবার বিধানসভায় মালদহে ঘুরে দাঁড়াতে মরিয়া তৃণমূল শিবির। তবে তৃণমূলের বরাবরই দুশ্চিন্তা মালদহের দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব।

আগামী দিনে বাংলায় সরকার তৈরি হবে মুর্শিদাবাদ ও মালদহের মানুষের ভোটে। মঙ্গলবার বহরমপুরের সভা থেকে ঘোষণা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর মতে, এই দুটি জেলাই আগামী নির্বাচনের সবচেয়ে বেশি ভূমিকা নেবে। সেইকারণে এই দুটি জেলায় সব আসনে জিততে চায় তৃণমূল।

Related Articles

Leave a Comment