Home সংবাদ ‘মুকুল বিজেপিতেই,’জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

‘মুকুল বিজেপিতেই,’জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলায় রায় দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে তিনি জানান, মুকুল বিজেপি-তেই আছেন। তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না।

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আর্জি খারিজ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি রায় দিলেন, আর্জির প্রেক্ষিতে প্রামাণ্য নথি দিতে পারেননি আবেদনকারী।
গত বিধানসভা ভোটে বিজেপির টিকিটে  কৃষ্ণনগর উত্তরে জিতেছিলেন মুকুল রায়। ভোটের পর ২০২১ সালের জুনে শিবির বদল করেন। কসবায় তৃণমূল ভবনে গিয়ে তিনি তৃণমূলে নাম লেখান। মুকুলের বিধায়ক পদ খারিজের জন্য বিধানসভার স্পিকারের কাছে আবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই আবেদনের ভিত্তিতে ১২ দফা শুনানি চলে স্পিকারের ঘরে। শুনানি পর্বে মুকুল রায় দাবি করেন, তিনি বিজেপিতেই আছেন। তৃণমূলে যোগ দেননি।

আরও পড়ুনঃ ছোটদের ক্লাস খোলার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার ,জানালেন মুখ্যমন্ত্রী

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি নাকচ করে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জানালেন, ‘যে ধরনের প্রমাণ প্রত্যাশা করা হয়েছিল, তা পেশ করতে পারেননি আবেদনকারী। মুকুল রায় বিজেপিতেই আছেন’।

Topics

Biman Banerjee Mukul Roy BJP TMC Administration  Kolkata

Related Articles