Home সংবাদসিটি টকস ‘মুখ্যমন্ত্রীর কর্মসুচি দুয়ারে সরকারের নামে দুয়ারের সংকট, সন্ত্রাস ও সর্বনাশের পরিকল্পনা করছিল,’ সুজন চক্রবর্তীর কটাক্ষ

‘মুখ্যমন্ত্রীর কর্মসুচি দুয়ারে সরকারের নামে দুয়ারের সংকট, সন্ত্রাস ও সর্বনাশের পরিকল্পনা করছিল,’ সুজন চক্রবর্তীর কটাক্ষ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী ।এদিন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সোমবার থেকে সন্ধে সাতটার পরে লোকাল ট্রেন বন্ধ হয়ে যাবে। ট্রেন চলবে ৫০ শতাংশ লোক নিয়ে। তিনি বলেছেন, এর ফলে সাধারণ মানুষকে বাদুড় ঝোলা হয়ে বাড়ি ফিরতে হবে। গরিব মানুষের জন্য কি কোনও বিকল্প ব্যবস্থা করা হয়েছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস

সুজন চক্রবর্তী এদিন ১ জানুয়ারি রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের নামে জমায়েত হয়েছে। বিভিন্ন জায়গায় মোচ্ছব হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বর্তমান পরিস্থিতিতে ৪ পুর কর্পোরেশনে নির্বাচন আদৌ হওয়া উচিত কিনা, সেই প্রশ্নের উত্তরে সুজন চক্রবর্তী বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা বলেছেন।

আরও পড়ুন : সোমবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লাইফ লাইন লোকাল ট্রেন,সন্ধ্যে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন

সুজন চক্রবর্তী বলেন, ‘মুখ্যমন্ত্রী যা যা বলে এসেছেন আজ ঠিক তাঁর উল্টো নির্দেশিকা জারি করলেন। তিনি বলেন , করোনা পরিস্থিতির জন্য ‘দুয়ারে সরকার’ বন্ধ করা হলো। তাহলে মুখ্যমন্ত্রী এমন সময় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের সিদ্ধান্ত কেন নিলেন যখন রাজ্যে করোনা পরিস্থিতি এত সংকটজনক? তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি গুলি দুয়ারে সরকারের নামে দুয়ারের সংকট, সন্ত্রাস ও সর্বনাশের পরিকল্পনা করছিল।’ রাজ্যবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, রাজ্যের সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সমর্থ নয়। তাই সাধারণ মানুষকেই নিজেদের সচেতনতা বজায় রেখে চলতে হবে।

Topics

Mamata Banerjee Sujan Chakraborty Covid19 Vaccine  Health  Kolkata

Related Articles

Leave a Comment