Home ভিডিও ‘‌মুখ্যমন্ত্রী সংবিধান মানেন না’‌, নেতাজি জন্মজয়ন্তীতে তোপ দাগলেন রাজ্যপাল

‘‌মুখ্যমন্ত্রী সংবিধান মানেন না’‌, নেতাজি জন্মজয়ন্তীতে তোপ দাগলেন রাজ্যপাল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন রাজ্যপাল শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করেন। তারপর বলেন, “রাজ্যে আইনের শাসন নেই। মুখ্যমন্ত্রী সংবিধান মানেন না। বিভিন্ন তথ্য চাওয়া সত্ত্বেও প্রশাসন কিছুই জানাচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্যে বিনিয়োগ করতে শিল্পপতিরা ভয় পাবেন।’”

এদিন রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, “ভারতের সংবিধানের মর্যাদার কেউ অবমাননা করবে, এটা সংবিধান কখনওই সমর্থন করে না। আমার শপথ সংবিধানকে সুরক্ষিত রাখা। আমি দেখেছি দু’বছরের বেশি সময় পার হয়ে গেলেও মাননীয়া মুখ্যমন্ত্রী নিজের কর্তব্য পালন করেননি। সংবিধানের নির্দিষ্ট ধারায় বলা রয়েছে মুখ্যমন্ত্রীর কর্তব্য রাজ্যপালকে বিভিন্ন বিষয়ে জানানো।”

তিনি বলেন,”আমি বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছি, সেই সমস্ত বিষয়েই জানতে চেয়েছি যা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। অতিমারির জিনিস ক্রয়, বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিট, অন্ডাল বিমানবন্দর, স্পোর্টস ক্লাব সমস্ত বিষয়ে প্রশ্ন করা হয়েছে কোনও জবাব আসেনি।”

Topics

Netaji Subhas Chandra Bose Governor,Jagdeep Dhankhar Administration Kolkata

Related Articles

Leave a Comment