Home সংবাদ মোদীর মুখেও সেই তৃণমূলের তোলাবাজি ও কাটমানির কথা

মোদীর মুখেও সেই তৃণমূলের তোলাবাজি ও কাটমানির কথা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসে ফের একবার শাসকদল তৃণমূলের তোলাবাজি ও কাটমানির প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার হুগলির সাহাগঞ্জে দলীয় সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলায় এবার পরিবর্তন হবেই, মানুষ সেটা ঠিক করে নিয়েছে। শুধু ক্ষমতার নয়, এবার আসল পরিবর্তন হবে। সোনার বাংলা গড়বে বিজেপি। ফুল না বদলালে রাজ্যের পরিস্থিতিও বদলাবে না।’

পাশাপাশি এদিন ফের তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গও তোলেন নরেন্দ্র মোদি। বলেন, ‘তোলাবাজি আর কাটমানির সংস্কৃতি রাজ্যকে পিছিয়ে দিয়েছে। সিন্ডিকেট রাজ, কাটমানি বন্ধ হলেই বাংলার উন্নয়ন হবে। প্রবাসী বাঙালি, শিল্পপতিরাও এরাজ্যে আসতে চান। কিন্তু তোলাবাজির জন্যই তাঁরা ভয় পান। এখানে বাড়ি কিনতেও কাটমানি চায়।’

পাশাপাশি এদিন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে ভোট ব্যাঙ্কের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি হচ্ছে। তোষণের জন্য দুর্গাপুজোও বন্ধ করে দেওয়া হচ্ছে জাতীয়তাবাদের অপমান করা হচ্ছে। ঋষি অরবিন্দের স্মৃতি বিজড়িত বন্দে মা তারম ভবনও অযত্নে পড়ে আছে। হুগলি তার শিল্প, পাটশিল্পের জন্য একসময় বিখ্যাত ছিল। এখন সব বন্ধ।’

কেন্দ্র ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প নিয়েছে। কিন্তু এখানকার গ্রামে প্রায় দেড় কোটি বাড়ির মধ্যে মাত্র ৯ লক্ষ বাড়িতেই পাইপলাইন মারফৎ পরিশ্রুত পানীয় জল পৌঁছেছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Comment