কলকাতা টুডে ব্যুরো: দেশজুড়ে রক্তচক্ষু দেখাচ্ছে করোনাভাইরাস। তার মধ্যেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করছে জাতীয় নির্বাচন কমিশন। আবার বাংলায় হবে গঙ্গাসাগর মেলা। এই দুইয়ের সঙ্গে সহমত পোষণ করলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২২ জানুয়ারি বাংলায় চারটি পুরসভার নির্বাচন রয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার ব্যক্তিগত মত, আগামী দু’মাস সব কর্মসূচি বন্ধ রাখা হোক। নির্বাচন পরেও করা যাবে। মানুষ বাঁচলে, আমরা বাঁচব।’
আরও পড়ুনঃ ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো
অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মন্তব্য কে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ।দিলীপ ঘোষ বলেন, ‘যদি তৃণমূলের মহামন্ত্রী মনে করেন ভোট না হওয়া উচিত, তাহলে উনি কেন বলছেন না পার্টির মধ্যে? উনি তো সেকেন্ড ইন কম্যান্ড। কীসের স্বার্থে বলছেন না তিনি? না কি লোকের কাছে ভালো হতে চাইছেন, ক্ষমতাও ভোগ করতে চাইছেন। দুটো হতে পারে না’।
আরও পড়ুনঃ বদলে যাবে আবহাওয়া, ফের বৃষ্টির সতর্কতা জারি
দিলীপ ঘোষের প্রশ্ন, ‘ওনার যদি মনে হয়, ওনার পার্টি না চাইলে এখানকার নির্বাচন কমিশনের কী হিম্মত আছে ভোট করানোর? ওদের তো বকলমে করানো হচ্ছে। আমরাও তো বলছি, এক দু’মাস থাক বন্ধ কী সমস্যা আছে? যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন দেখা যাবে। যদি স্কুল কলেজ বন্ধ হয় ছেলেমেয়েদের ভবিষ্যৎ বন্ধ করে দিয়ে। পরীক্ষা না হয়, চলচ্চিত্র উৎসব খেলাখুলো বন্ধ হয়। তো ভোট কেন বন্ধ হবে না?
আরও পড়ুনঃ রাজ্যে গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ বেড়ে হয়েছে ১৮,৮০২,কলকাতায় ৭,৩৩৭
দিলীপবাবু বলেন, ‘২ বছর কেন ভোট করেননি। শুধু লোককে খুশি করার জন্য বিবৃতি দিলে হবে না। এই সব প্রশ্নেরও জবাব দিতে হবে’।
Topics
Dilip Ghosh BJP TMC Administration Kolkata