কলকাতা টুডে ব্যুরো:”আনিস খানকে খুন করেছে মমতা ব্যানার্জির পুলিসই। আমি এটা বরাবরই বলে আসছি।” মঙ্গলবার আনিস কাণ্ডে এই মন্তব্যই করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন,” অতিরিক্ত পুলিস সুপার ইন্দ্রজিৎ সরকার ও হাওড়া গ্রামীণ পুলিস সুপার সৌম্য রায়ের নির্দেশেই খুন করা হয়েছে আনিসকে। এএসআই আর কনস্টেবল, এরা কী করবে? এদের সাসপেন্ড করা হচ্ছে! এদেরকে তো ফোন করে বলা হয়েছে খুন করতে। যারা পাঠিয়েছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। আর সিট করে কিছু হবে না। একমাত্র সিবিআই-ই এর সমাধান করতে পারবে। যদি আনিসের বাবা আদালতে লড়াই করতে চান, তবে শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে আছে। আইনি লড়াই করতে গেলে মমতা ব্যানার্জি সরকার আইএএস, আইপিএ-দের বাঁচানোর চেষ্টা করবে। নিচুতলার পুলিসকর্মীদের দেখবে না।” আনিসকাণ্ডে বিস্ফোররক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।
বুধবার আরামবাগে একটি নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন শুভেন্দু। এই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। আরো একবার আনিস কাণ্ডের প্রসঙ্গ টেনে এই সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা। তিনি বলেন ,”যে সংখ্যালঘুরা ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে ক্ষমতায় এসেছিলেন তারা আনিস খানের নামে পুরস্কার পাচ্ছেন তো?” তিনি এই সভা থেকে স্পষ্ট বলেন বিজেপি ভাগাবাতি রাজনীতিতে বিশ্বাস করে না।
Topics
Suvendu Adhikary Anish Khan SIT Administration Kolkata