কলকাতা টুডে ব্যুরো:অবশেষে রাজ্যে খুলতে চলেছে স্কুল কলেজ ।এতদিনের প্রতিবাদ, ছাত্র আন্দোলনের পরে সরকারের এই সিদ্ধান্ত যেন হাসির রেখা ফুটিয়েছে সকলের মুখে। আনন্দের রেশ শিক্ষক মহল থেকে ছাত্রদের মধ্যে। ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকেই খুলছে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান। আপাতত অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে পঠনপাঠন হবে, পঞ্চম থেকে সপ্তম হবে পাড়ায় শিক্ষালয়।
আরও পড়ুন ঃ জেনে নিন রাজ্যের নতুন করোনার বিধি-নিষেধগুলি
সরকারের এই সিদ্ধান্তে বেজায় উচ্ছাসিত এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য্য ।তিনি জানালেন,” জো জিতা ওহি সিকান্দার আজকে আমাদের আংশিক জয়। সম্পূর্ণ ভাবে খুললেই বেশি খুশি হতাম, তবে এটুকু দিয়েই শুরু হোক! এই আন্দোলনের পথে যারা যেভাবে সঙ্গী হয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরিকাঠামো মেনে এবার শুরু হলেই ভাল।”