কলকাতা টুডে ব্যুরো: তিনি রঙিন। রঙিন তাঁর মেজাজ। রঙিন তাঁর সাজ। ফেসবুকে রঙিন চশমা পরে তাঁর লাইভ চমকে দেয় আট থেকে আশিকে। তিনি গান গেয়ে মোহিত করেন ভক্তদের। আবার কখনও তাঁর মুখে শোনা যায় ফিল্মি ডায়লগ। এ হেন মদন মিত্র শনিবার রাত থেকে ফের খবরের শিরোনামে। আর তার কারণ হচ্ছে মদন মিত্র নিজের করা একটি ফেসবুক লাইভ। যেখানে কালারফুল মদন নিজের ভঙ্গিতে দলের অন্দরে অনেক কথাই প্রকাশ্যে আনলেন। আর এমন একটা সময়ে তিনি এই লাইভ টি করেন যার কিছু মুহূর্ত আগে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় দলের সদস্যদের কোন বক্তব্য প্রকাশ্যে রাখতে বারণ করেছিলেন।
আরও পড়ুনঃপশ্চিমী ঝঞ্জার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত
মদন মিত্র এই লাইভ ভিডিও টি ঘিরে এখন সরগরম রাজনৈতিক মহল। এই ভিডিওটিতে কোথাও যেন একটা অভিমানী সুরের আঁচ পেয়েছেন দর্শকরা। আর এখানেই উঠছে প্রশ্ন তবে কি কামারহাটির বিধায়ক মদন মিত্র দলের প্রতি অখুশি ? তবে সেই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। শনিবার যে লাইফ টি তিনি করেছেন সেখানে একদিকে যেখানে বেশকিছু অভিমানের প্রসঙ্গ উঠে এসেছে আরেক দিকে তিনি বেশ কিছু অভিযোগ বা মনের কথা ও গানের সুরে খুব সহজেই সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি বলেছেন পশ্চিমবঙ্গের তিনি ঘনঘটা দেখতে পাচ্ছেন যারা বুদ্ধিমান রয়েছে তাদের সতর্ক হতে বলেছেন মদন। তিনি বলেন যারা বুদ্ধিমান তারা যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট থাকুন। তারপর তিনি নিজের ভঙ্গিতে গান ধরেন-এর পরেই তিনি স্পষ্ট জানান তার বিধানসভা কেন্দ্র কামারহাটি তে দলের কোনো সদস্যের মধ্যে ভেদাভেদ নেই। আহরণ টেনে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের জন্য যেটির পাঠাবেন সমান টুকরো করে দলের প্রত্যেক সদস্যকে সমানভাবে ভাগ করে দেয়া হবে। আর কারণ তিনি আবারও মনে করিয়ে দেন যে কামারহাটি তে কোন সদস্য বড় কোনো সদস্য ছোট নয় সকলেই সমান। এ কথা বলার পর ফের মানানসই একটি গান ধরে ফেলেন কালারফুল মদন।
আরও পড়ুনঃ ‘তৃণমূলের থেকে আলাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়,’ কটাক্ষ দিলীপের
নিজের মতো করে স্বমহিমায় এক্কেবারে স্পষ্ট করে দিলেন যতদিন দলে মমতা বন্দ্যোপাধ্যায় খেলার শক্তি দেবেন ততদিনে তিনি খেলে যাবেন পাশাপাশি তিনি বলেন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় শক্তি দেবেন না সেদিন আমিও থাকব না সৌগত দা-রাও থাকবেন না।
আরও পড়ুনঃফের বিতর্কিত মন্তব্য করলেন মদন মিত্র
সোশ্যাল মিডিয়ায় মদন মিত্র যথেষ্ট সক্রিয়। প্রায় প্রতিদিনই কোনও না কোনও লাইভ করতে দেখা যায় তাঁকে। এমনকী, তাঁর অনুরাগীর সংখ্যাও বেশ ভালো। আর তাঁর ভিডিও ইউটিউবে পোস্ট করার পরই তা দেখতে শুরু করে দেন অনুরাগীরা।
Topics
Madan Mitra BJP TMC Administration Kolkata