Home খেলাধুলাফুটবল রবিবার কেরালা ম্যাচের আগে রেফারিং নিয়ে চিন্তা হাবাসের, বিস্ফোরক ফাওলার

রবিবার কেরালা ম্যাচের আগে রেফারিং নিয়ে চিন্তা হাবাসের, বিস্ফোরক ফাওলার

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ চলতি আইএসএলে খারাপ রেফারিং নিয়ে ক্ষোভ-বিক্ষোভের শেষ নেই কলকাতার দুই প্রধানের। চিরপ্রতিদ্বন্দ্বী আন্তোনিয়ো লোপেজ হাবাস ও রবি ফাওলারের মধ্যে মিল এই একটি জায়গায়। দুজনেই সোচ্চার খারাপ রেফারিং নিয়ে। প্রকাশ্যে লাগাতার সমালোচনা করছেন। শুক্রবার গোয়ার সঙ্গে ড্র করার পর ফাওলার খারাপ রেফারিংয়ের বিরুদ্ধে তোপ দেগে বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন, ‘জানি না রেফারি ব্রিটিশ বিরোধী না ইস্টবেঙ্গল বিরোধী!’ যা নিয়ে শোকজের চিঠি পেতে পারেন ইস্টবেঙ্গল কোচ। এদিকে, এই মুহূর্তে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুই নম্বরে থাকলেও মারাত্মক চিন্তায় রয়েছেন এটিকে মোহনবাগানের কোচ। এর দুটো কারণ। এক, দলে একের পর এক ফুটবলারের চোট। দুই, খারাপ রেফারিং। হাবাস এতটাই উদ্বিগ্ন যে, বিপক্ষ দল সম্পর্কেও এখন বিশেষ ভাবার সময় পাচ্ছেন না। দলের মিডফিল্ড জেনারেল এডু গার্সিয়া চোটের জন্য আরও প্রায় সপ্তাহ দুয়েক মাঠের বাইরে। তিরি ও জাভি চোট নিয়েও খেলে যাচ্ছেন। লেফ্ট ব্যাক শুভাশিস বসু হ্যামস্ট্রিংয়ের চোটে কাবু। ফলে রবিবার তিনি খেলছেন না। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে চোট পেয়েছিলেন স্ট্রাইকার ডেভিড উইলিয়ায়মস। চোট এতটাই গুরুতর ছিল যে, মনবীর সিংহকে মাঠে নামাতে বাধ্য হন কোচ। রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এই অজি স্ট্রাইকার নেই। সেটা নিয়ে তাঁর কাছে প্ল্যান-বি থাকলেও খারাপ রেফারিং নিয়ে স্প্যানিশ কোচের কাছে কোনও রণনীতি নেই। সেটা স্বীকার করে চিন্তা ও ক্ষোভ প্রকাশ করলেন দুবারের আইএসএল জয়ী কোচ।

কেরালার বিরুদ্ধে ফিরতি ম্যাচে মাঠে নামার আগে রেফারিদের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন তিনি। স্পষ্ট বলে দিলেন, ‘বিপক্ষ নিয়ে চিন্তা করা আর খারাপ রেফারিং নিয়ে দুশ্চিন্তা করা একেবারেই ভিন্ন বিষয়। ভাল দল নিয়ে বিপক্ষের বিরুদ্ধে ভাল খেলতে না পারলে ম্যাচ হারতে পারি। সেটা মেনেও নেব। কিন্তু প্রায় প্রতি ম্যাচেই তো ভুল রেফারিংয়ের শিকার হচ্ছি। একাধিক সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গিয়েছে। ফাউল দেওয়া হয়নি। পেনাল্টি বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে গোল। আমার ফুটবলাররা অহেতুক কার্ড দেখেছে। এরপরেও আমরা লিগ টেবলের দুই নম্বরে রয়েছি। ওদের পারফরম্যান্স কেমন, সেটা তো সবাই দেখছে। তাই প্রতি ম্যাচে খেলতে নামার আগে বিপক্ষ নয়, বরং রেফারিদের মুখ চোখের সামনে ভেসে ওঠে। আমার দীর্ঘ কোচিং কেরিয়ারে এই প্রথমবার এমন ভয় পাচ্ছি।’

৭ গোল করে দলকে একাই টানছেন ফিজি তারকা। ডেভিড উইলিয়ায়মস রবিবার কিবু ভিকুনার দলের বিরুদ্ধে খেলতে পারছেন না। তাই সদ্য দলে আসা ব্রাজিলীয় স্ট্রাইকার অভিজ্ঞ মার্সেলিনহোকে তৈরি রাখছেন বাগানের স্প্যানিশ কোচ। সঙ্গে রয়েছেন ডার্বিতে গোল করা মনবীর। দল যতই দুই নম্বরে থাকুক, ধাবাহিকতা থাকছে না। যদিও সেটা মানতে নারাজ হাবাস। তাই বলছেন, ‘আমি তো জাদুকর নই! পৃথিবীর সেরা কোচও তাঁর কেরিয়ারের সব ম্যাচ জিততে পারেনি। টানা খেলার জন্য চোট বেড়েই চলেছে। মাসের পর মাস জৈব বলয়ে রয়েছি। সেগুলো নিয়ে কেউ আলোচনা করে না। তবে এই সব ভেবে লাভ নেই। অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব। কারণ লিগের এই পর্যায়ে সব দল নিজেদের গুছিয়ে নিয়েছে। তাই সতর্ক না থেকে উপায় নেই।’

গত নভেম্বর আইএসএলের উদ্বোধনী ম্যাচেই দুজনের সাক্ষাত হয়েছিল। রয় কৃষ্ণার গোলে সেই ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়ে দেয় সবুজ মেরুন। কেরালা এবার সেরা জায়গায় নেই। তবু কিবু ভিকুনার ছেলেরা রবিবার তৈরি হয়েই নামছেন রয় কৃষ্ণাদের মোকাবিলায়।

Related Articles

Leave a Comment