চেন্নাই, ১৪ ফেব্রুয়ারি: রবিবার ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে দর্শক ছিলেন নরেন্দ্র মোদী! হ্যাঁ, ঠিকই পড়ছেন। এদিন চেন্নাইতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। যাওয়ার সময় আকাশপথে মাঠের উপর দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই ছবি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ভাগ করে নেন নেটিজেনদের সঙ্গে।
ফ্লাইটে চিপক স্টেডিয়ামের উপর দিয়ে যাওয়ার সময়কার সেই ছবি পোস্ট করে নরেন্দ্র মোদী নিজের টুইটার হ্যান্ডলে লেখেন, ‘আকর্ষণীয় ম্যাচের দারুণ এক মুহূর্ত দেখলাম।’ মাঠে ভারতের জন্য রবিবার বেশ ভাল একটি দিন ছিল। দিনের শেষে ২৪৯ রানে এগিয়ে রয়েছেন বিরাট কোহলিরা। দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত।
প্রথম ইনিংসে ৩২৯ রান করে ভারত। রবিচন্দ্রন অশ্বিনদের স্পিন সামলাতে না পেরে ১৩৪ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুভমান গিলকে হারিয়ে ভারতের স্কোর ১ উইকেটে ৫৪।
তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি ঘটে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সোমবার কত রানের লিড নিয়ে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারত সেই দিকেই তাকিয়ে রয়েছেন সমর্থকরা।