Home সংবাদ রবিবার জানুয়ারির শীতলতম দিন, জানাল হাওয়া অফিস

রবিবার জানুয়ারির শীতলতম দিন, জানাল হাওয়া অফিস

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: এবার শেষ বেলায় খেল দেখাচ্ছে শীত। প্রবল উত্তরে হাওয়ার প্রভাবে রাজ্যের তাপমাত্রা একধাক্কায় নেমেছে ৫°। এরকম আবহাওয়াই আপাতত আগামী কয়েকদিন চলবে বলেই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে।

অবাধ উত্তুরে হাওয়া। রবিবার জানুয়ারির শীতলতম দিন। মেঘমুক্ত পরিষ্কার আকাশ। সপ্তাহের শেষে জমিয়ে শীতের স্পেল।জাঁকিয়ে শীত আরও দুদিন। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা, জানাল আলিপুর হাওয়া অফিস।সরস্বতী পুজোয় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ থাকবে শহরে। আগামী ৪৮ ঘন্টায় স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। জমিয়ে শীতের স্পেল দু-দিন।সকালে সর্বনিম্ন তাপমাত্রা 11.8 ডিগ্রি । জানুয়ারি মাসে এটাই রেকর্ড।

দক্ষিণবঙ্গ মেঘমুক্ত পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিক এর নিচে। শনি-রবিবারে জমিয়ে শীতের আমেজ। আমেজ থাকবে মঙ্গলবার পর্যন্ত। বুধবার থেকে তাপমাত্রা বাড়বে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে রবিবার থেকে পরিষ্কার আকাশ। আগামী কয়েকদিন স্বাভাবিকের নিচেই থাকবে পারদ।মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এ। শুক্র-শনিবার দার্জিলিং সহ উপরের জেলাতেই বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। 2রা ফেব্রুয়ারির আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার আবহাওয়ার পরিবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।
তামিলনাড়ুর উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

 

Topics

Alipore Weather Office Rainfall  Winter Administration Kolkata

Related Articles

Leave a Comment