কলকাতা, ৩০ জানুয়ারি: অমিত শাহ রাজ্যে আসছেন না। কিন্তু রবিবার ডুমুরজলা ময়দানে গেরুয়া শিবিরে যোগদানের কথা ছিল যাঁদের, তাঁরা আজ শনিবার বিকেল ৪টের সময় বিশেষ চার্টার্ড বিমানে দিল্লি যাচ্ছেন অমিত শাহের সঙ্গে দেখা করতে।
সূত্রের খবর, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী আজ বিকেলে দিল্লি যাচ্ছেন। রাজীবদের সঙ্গেই দিল্লি যাচ্ছেন রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথি চট্টোপাধ্যায়। তাঁকে সাংগঠনিক পদ থেকে সম্প্রতি সরিয়ে দিয়েছিল তৃণমূল। শোনা যাচ্ছে, দিল্লি যেতে পারেন রুদ্রনীল ঘোষও।সম্ভবত আজই এঁরা সবাই বিজেপিতে যোগ দিতে চলেছেন। তারপর রবিবার ডুমুরজলার জনসভায় কর্মসূচি ঘোষণা হবে। রবিবারের জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় বস্ত্র প্রতিমন্ত্রী স্মৃতি ইরানি থাকতে পারেন। তাঁদের হাত ধরেই হবে মহাযোগদান মেলা। তবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্র থেকে রাজ্যের বিজেপি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে ডুমুরজলার সভায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করতে। অমিত শাহ দিল্লি থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন।
আজ শনিবার সকালেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। রাজীবকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন অমিত শাহ নিজেই। তড়িঘড়ি আজই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন রাজীব। অমিত শাহের নির্দেশে বাকিদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় মধ্য কলকাতার একটি বাড়িতে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন রাজীব। সেই বৈঠকে হাজির ছিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত বৈশালী ডালমিয়া এবং প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তীরা। বিজেপিতে যোগদান নিয়ে শুভেন্দুর সঙ্গে আলোচনা সেরেছেন রাজীব,বৈশালী, প্রবীর ঘোষালরা।
জানা গিয়েছে, শুক্রবারের সেই বৈঠকের মাঝেই দিল্লি থেকে ফোন আসে উচ্চতর নেতৃত্বর। ভাবী সদস্যদের যোগদানের আগে শুভেচ্ছা জানানো হয় আগামী দিনের জন্য।