Home ভিডিও রাজ্যকে উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা শমীকের, ভোট শান্তিপূর্ণ বলে দাবি ফিরহাদের

রাজ্যকে উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা শমীকের, ভোট শান্তিপূর্ণ বলে দাবি ফিরহাদের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:১০৮ পুরসভার ভোটেও ব্যাপক বেনিয়মের অভিযোগ তুললেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য । এমনকি এদিন তিনি রাজ্যকে উত্তরপ্রদেশের সঙ্গেও তুলনা করেন।

এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,উত্তরপ্রদেশ ভোটে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে। কিন্তু এই রাজ্যে ভোট আসলেই শাসক দলের সন্ত্রাস ছাড়া আর কিছুই হয় না।

তিনি বলেন, রাজ্যজুড়ে শুধুই দখলদারির ভোট হচ্ছে। প্রত্যেক পুরসভাতেই একই ছবি। গত ৭দিন ধরে ক্রমাগত শাসকদলের রোষের মুখে পড়তে হয়েছে বিজেপিকে। ভোটের আগের রাতেও আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী।ভোট শুরু হওয়া থেকে এখনও ৩৮৩টি মারধরের ঘটনা সামনে এসেছে। যার মধ্যে ১৬৪টি অভিযোগ দায়ের হয়েছে। সকাল থেকেই চলছে সন্ত্রাস।’

তবে বিজেপি বা বিরোধীদের সমস্ত অভিযোগ খারিজ করে মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি শান্তিপূর্ণভাবে হয়েছে নির্বাচন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বললেন,”সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। কোথাও কোনও সন্ত্রাস বুথ দখল, হুমকি কিছুই হয়নি। কিছু সংবাদমাধ্যম বিষয়টিকে অতিরঞ্জিত করে দেখাতে গিয়ে উত্তেজনা ছড়াচ্ছে। বুথে এজেন্ট দেওয়া নিয়ে বিরোধীরা যে অভিযোগ এনেছে তাও অস্বীকার করেছেন মন্ত্রী। তিনি জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বুথের এজেন্ট দিতে হয়। বিরোধীরা অনেক বুথে এজেন্ট দিতেই পারেনি। তবুও ইচ্ছে করে অশান্তি সৃষ্টি করে শিরোনামে আসার চেষ্টা করছে তারা। দলীয় কর্মীদের শান্ত ও সংযত থাকার পরামর্শ দিয়েছেন ফিরহাদ।

 

Topics

SEC BJP TMC  Administration Kolkata

Related Articles