কলকাতা টুডে ব্যুরো: জল ছাড়ার বিষয়টি আগাম বিভিন্ন জেলার জেলাশাসকদের এবং রাজ্যের চিফ ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছিল।বিবৃতি দিয়ে ডিভিসি কর্তৃপক্ষ দাবি করেছে।
ডিভিসি জানিয়েছে,”নিয়ন্ত্রক কমিটির পরামর্শে জল ছাড়া হয়। ওই কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় জল কমিশনের সদস্য, পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডের চিফ ইঞ্জিনিয়ার পর্যমর্যাদার আধিকারিকরা। কতটা জল ছাড়া হবে তাতে ডিভিসির কোনও ভূমিকা নেই। জল ছাড়ার আগে বন্যা সতর্কতার বার্তা দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের চিফ ইঞ্জিনিয়ার অফিসারকে। আগাম জানানো হয়েছিল পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ার জেলাশাসকদের। এটাই প্রথাগত পদ্ধতি।”
শনিবার রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শন করে নবান্নে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে ছিলেন রাজ্যের বন্যা পরিস্থিতি ম্যান মেড। রাজ্যের এই পরিস্থিতির জন্য ডিভিসি কে কাটগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার ডিভিসি দায় ঝেড়ে ফেলে জানাল রাজ্যের আধিকারিকরা সবটাই জানতেন।
Topics
Mamata Banerjee Chief Minister Flood DVC Administration Kolkata