Home সংবাদবর্তমান ঘটনা রাজ্যজুড়ে বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা,জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

রাজ্যজুড়ে বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা,জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কাল থেকেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস।বৃষ্টি শুরু দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। রবি সোমবার রাজ্যের সব জেলায় হতে পারে বৃষ্টি। আগামী দুদিন ঘন কুয়াশার দাপট উত্তর ও দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলায়। কাল থেকে শীত কমবে, বাড়বে তাপমাত্রা।

শুক্র ও শনিবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা বৃষ্টির পূর্বাভাস। রবি ও সোমবার বৃষ্টি হতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। হালকা বৃষ্টির সম্ভাবনা মেঘলা আকাশ দক্ষিণবঙ্গ জুড়ে।
দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া এই চার জেলায় ঘন কুয়াশার দাপট আগামী ২৪ ঘণ্টায়। দৃশ্যমানতা কোথাও কোথাও দুশ মিটারের নিচে নেমে যেতে পারে।

দার্জিলিং কালিম্পং কাল থেকে বৃষ্টি শুরু হতে পারে। হালকা বৃষ্টি শনিবার উপরের দিকের পাদ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে। রবি ও সোমবার বৃষ্টি হবে উত্তরবঙ্গ জুড়ে।
উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার দাপট আগামী দুই থেকে তিন দিন। মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে।

কলকাতায় সকালে সামান্য কুয়াশা পরে পরিষ্কার আকাশ। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। কাল থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 13.3 ডিগ্রী। স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নিচে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রী। জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ । বৃষ্টি হয়নি।

কেরলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আজ উত্তর পশ্চিম ভারতে ঢুকেছে নতুন করে এটি পশ্চিমী ঝঞ্ঝা। শুক্রবার আরো একটি পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারতের পূর্ব ভারতে আবহাওয়ার পরিবর্তন হবে ধীরে ধীরে।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

 

আগামী কয়েক দিনে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে। আগামী দুদিন ঘন কুয়াশার দাপট রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার উড়িষ্যা। শীতল দিনের পরিস্থিতি আগামী 48 ঘণ্টায় পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান। বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তামিলনাডু কেরালা পন্ডিচেরি অন্ধ্রপ্রদেশে। বৃহস্পতিবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টিও তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের হিমালয় সংলগ্ন জম্মু কাশ্মীর লাদাখ মুজাফফরাবাদ হিমাচল প্রদেশের উত্তরাখণ্ডে।

Related Articles

Leave a Comment