Home ভিডিও ‘রাজ্যপালের আলোচনার আহবানকে গ্রহণ করুন মুখ্যমন্ত্রী,’ বললেন সুকান্ত

‘রাজ্যপালের আলোচনার আহবানকে গ্রহণ করুন মুখ্যমন্ত্রী,’ বললেন সুকান্ত

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার জন্য যে আহ্বান জানিয়েছেন তাতে যেন সারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে সমন্বয়ের যথেষ্ট প্রয়োজন রয়েছে সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে।

আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইট নিয়ে সকাল থেকে জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এদিন সকালে রাহুল টুইট করে লিখেছেন, “একজন হিন্দুত্ববাদী গান্ধীজিকে গুলি করেছে। সমস্ত হিন্দুত্ববাদীরা মনে করেন গান্ধীজি আর নেই। কিন্তু যেখানে সত্য, সেখানে বাপু বেঁচে আছে!’ এই প্রসঙ্গে সুকান্ত বললেন ,”একজন কংগ্রেসের ব্যক্তি দেশকে ভাগ করেছে তার জন্য গোটা দলকে দায়ী করা যায় না ঠিক সেইভাবেই একজন হিন্দুত্ববাদী জন্য সবাইকে দায়ী করা যায় না।”

আরও পড়ুনঃ রবিবার জানুয়ারির শীতলতম দিন, জানাল হাওয়া অফিস

প্রথমবার ৬ নম্বর মুরলিধর সেন লেনের রাজ্য দফতরে পালিত হল মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। এমনকী এই দিনটিকে ‘বলিদান দিবস’ বলে উল্লেখ করলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাতে জোর বিতর্ক বাধল। কারণ বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যদিনকেই ‘বলিদান দিবস’ বলে থাকে। এই নিয়ে এবার খোঁচা দিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়।

এই বিষয়ে সুকান্ত মজুমদার বলেন, “কেন্দ্রীয় সরকার গান্ধীজির নির্দেশিত পথে এগোচ্ছে। গান্ধীজির স্বপ্ন সফল করতেই নরেন্দ্র মোদী গ্রামোন্নয়ন থেকে স্বচ্ছ ভারত— প্রকল্প নিয়েছেন। গান্ধীজির মৃত্যুদিন পালন বিজেপির পরম্পরা নয়। কিন্তু গান্ধীজির জন্মজয়ন্তী পালন করলে মৃত্যুদিনে শ্রদ্ধা জানাতে সমস্যা কোথায়। গান্ধীজির প্রতি বিজেপির শ্রদ্ধা কোনওদিন কম ছিল না, এখনও নেই।”

Topics

Sukanta Majumdar  BJP TMC Administration Kolkata

 

Related Articles

Leave a Comment