Home সংবাদবর্তমান আপডেট রাজ্যপালের ডাকা বৈঠক বয়কট মুখ্যসচিব-ডিজিপির, অভিনব কায়দায় টুইট করে সরব রাজ্যপাল

রাজ্যপালের ডাকা বৈঠক বয়কট মুখ্যসচিব-ডিজিপির, অভিনব কায়দায় টুইট করে সরব রাজ্যপাল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:  ‘রাজ্যপালকে বয়কট করেছেন ম্যুখ্যসচিব-ডিজিপি’। এই নিয়ে দ্বিতীয়বার বয়কট বলে টুইটে তোপ জগদিপ ধনখড়ের

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান

তিনি ডাকা সত্ত্বেও মুখ্যসচিব ও ডিজি রাজভবনে না আসায় ফের ট্যুইটারে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।  তিনি ট্যুইটারে লেখেন, মুখ্যসচিব ও ডিজি ফের রাজ্যপালের ডাকা বৈঠক বয়কট করেছেন।  তিনদিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার।  শীর্ষস্তরের আধিকারিকদের সাংবিধানিক দায়িত্ব পালন না করার উদাহরণ।  পশ্চিমবঙ্গে শাসকের আইন চলছে, আইনের শাসন নয়।

আরও পড়ুনঃ করোনা ঠেকাতে ডায়মন্ড হারবারে’ডক্টর অন হুইলস’

টুইটের সর্বশেষ অঙ্গ হিসেবে বুধবার ভিডিও পোস্ট করে রাজ্যপাল দেখিয়েছেন যে নেতাইকাণ্ড নিয়ে রাজ্যপালের ডাকা বৈঠকে তিনি একাই বসে আছেন। এরপরে তিনি আবারও বলেছেন যে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে কোথায় রয়েছে তা বোঝার জন্য এই একটা উদাহরণই যথেষ্ট। রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি বার বার রাজ্য প্রশাসনের দুই পদস্থ কর্তাকে ডাকছেন কিন্তু তারা তাঁর আবেদন অথবা আমন্ত্রনকে অগ্রাঝ্য করছেন।

Topics

Governor Jagdeep Dhankhar Covid19 Vaccine  Health  Kolkata

Related Articles

Leave a Comment