সোমবার বেলা ২টোয় রাজ্যপালের ভাষণের আগে বিজেপি বিধায়কদের বিক্ষোভের ফলে ভাষণ দিতে পারেননি রাজ্যপাল । আজ সেই ঘটনার জেরে ২ বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ও মিহির গোস্বামীকে চলতি বিধানসভায় অপ্রীতিকর আচরণ ও রাজ্যপালকে অসম্মানের কারণে সাস্পেন্ড করল অধক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ৭ই মার্চ রাজ্যপালের ভাষণের দিন হাউসের কাজে বাধা দিয়েছেন, হাউসের গণ্ডগোল পাকিয়েছেন । আজকে তাদের বিরুদ্ধে পরিষদিয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফলে অধক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাদের সাস্পেন্ড করেন।
সোমবার বেলা ২টোয় রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যপাল বিধানসভায় প্রবেশ করতেই ব্যানার হাতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। বিজেপি বিধায়কদের বারবার শান্ত হতে অনুরোধ করেন রাজ্যপাল। কিন্তু তাতে বিক্ষোভ থামেনি।
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 8, 2022
এর পর বিধানসভা ত্যাগ করে বেরিয়ে যেতে উদ্যত হন রাজ্যপাল। তাঁকে বিধানসভা ত্যাগ না করতে হাতজোড় করে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অনুরোধে রাজ্যপাল নিরস্ত হন। তার পরও জারি থাকে বিজেপির বিক্ষোভ।
আরও পড়ুনঃ শহরে বামপন্থী ছাত্র ও যুবদের বিক্ষোভ
এর পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেন রাজ্যপাল। কিন্তু তাতেও কোনও রফাসূত্র বেরোয়নি। এর পর ফের রাজ্যপাল ফের বিধানসভা ত্যাগ করার চেষ্টা করলে তৃণমূলের মহিলা বিধায়করা তাঁর পথ আটকান। ফের নিজের আসনে বসে পড়েন রাজ্যপাল। ওদিকে পালটা স্লোগান দিতে শুরু করেন তৃণমূল বিধায়করা। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৪০ মিনিট ধরে চলছে এই পরিস্থিতি। রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে তাঁর ভাষণ বিধানসভায় পেশ করতে পারেননি।