Home ভিডিও ‘রাজ্যপাল শুভেন্দুর না শুভেন্দু রাজ্যপালের মুখপাত্র সেটাই বোঝা যাচ্ছে না,’ কটাক্ষ ফিরহাদের

‘রাজ্যপাল শুভেন্দুর না শুভেন্দু রাজ্যপালের মুখপাত্র সেটাই বোঝা যাচ্ছে না,’ কটাক্ষ ফিরহাদের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ‘রাজ্যপাল তাঁর কাজ করছেন না৷ উল্টে অনৈতিকভাবে একটা নির্বাচিত সরকারকে অপমান করছেন৷’’ শনিবার এক সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

ফিরহাদের অভিযোগ, “রাজ্যপাল বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছেন৷ কলকাতা পুরভোটে বিজেপি ধরাশায়ী হয়েছে৷ তারপর তাঁরা ভয় পেয়েছে৷ এই ভীত বিজেপিকে সাহায্য করতে রাজ্যপাল মাঠে নেমেছেন৷”ফিরহাদের মন্তব্য, ‘‘ রাজ্যপাল বিজেপিকে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। অকারণে হাওড়া-বালি নিয়ে রাজনীতি করা হচ্ছে৷ বিল আটকে রেখেছেন৷’’

আরও পড়ুনঃ ফের রাজ্যের মুখ্য সচিবকে তলব করলেন রাজ্যপাল

রাজ্য সরকারকে অপমান করছেন রাজ্যপাল৷ ধনকড়কে তাঁর কাজ এবং পদমর্যদার কথা স্মরণ করিয়ে দিয়ে ফিরহাদ বলেন, ‘‘রাজ্যপালের কাজ রাজ্যকে সাহায্য করা৷ রাজ্যের সঙ্গে ঝগড়া করা নয়৷ রাজ্য প্রশাসনকে অপমান করা নয়৷’’

আরও পড়ুনঃ পরিবহণ দফতরের বিরুদ্ধে সরাসরি তোলাবাজি করার অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর

ফিরহাদ বলেন,‘‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং তার মুখ্যমন্ত্রীকে বারবার এপমান করার অর্থ, রাজ্যের মানুষকে অপমান করা৷ গণতান্ত্রিক ভোট প্রক্রিয়াকে অস্বীকার করা৷ আসলে কোথায় কী কথা কীভাবে বলতে হয়, তা এ রাজ্যপাল জানেন না বলেই সমস্যা।’’

আরও পড়ুনঃ ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে,! গোয়ায় তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের

বেশ কয়েক দিন ধরেই দেখা গিয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল জগদীপ ধনকড় প্রায়ই একে অপরের সুরে কথা বলছেন ।  আজই নেতাই প্রসঙ্গে রাজ্যপাল রাজ্যের মুখ্যসচিবকে ডেকে পাঠান ।   তার পরই ফের এক বার রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল ।  এ দিন নেতাই এবং এর আগে একাধিক বার শুভেন্দু এবং ধনকড় ‘রসায়ণ’কে কটাক্ষ করতেও ছাড়েননি ফিরহাদ ।  তাঁর কথায়, রাজ্যপাল শুভেন্দুর না শুভেন্দু রাজ্যপালের মুখপাত্র সেটাই বোঝা যাচ্ছে না ।”

Topics

Firhad Hakim BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment