নয়াদিল্লি ও কলকাতা: ভোটের মুখে ফের ধাক্কা তৃণমূলে। রাজ্যসভায় দাঁড়িয়ে নাটকীয়ভাবে ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। রাজ্যসভার সাংসদপদ ছাড়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেস থেকেও পদত্যাগ করলেন তিনি। এই সবটাই করলেন রাজ্যসভায় বক্তৃতা দিতে উঠে। যা কার্যত নজিরবিহীন। ইস্তফা দেওয়ার সময় প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী বলেন, ‘দমবন্ধ হয়ে আসছে। দলে থেকে কাজ করা যাচ্ছে না। এর থেকে বাংলায় গিয়ে মানুষের পাশে দাঁড়াব।’
পদত্যাগী তৃণমূল সাংসদ আরও বলেন, ‘সবাইকে কখনো না কখনো অন্তরাত্মার ডাক শুনতে হয়। আমার জীবনেও এখন তেমন মুহূর্ত এসেছে। যেভাবে বাংলায় হিংসা হচ্ছে, আমার খারাপ লাগে। আমি আর এসব দেখতে পারছি না। তাই আজ এখান থেকে ইস্তফা দিচ্ছি।’ দীনেশ ত্রিবেদী যখন পদত্যাগের কথা ঘোষণা করছেন তখন তাঁকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বলেন, ‘এইভাবে পদত্যাগ করা যায় না। এর একটা পদ্ধতি আছে। আপনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিন।’
এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর টুইটের প্রশংসা করে রিটুইট করেন সদ্য পদত্যাগী তৃণমূল সাংসদ। লিখেছিলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এর সঙ্গে একমত। এগিয়ে যেতে হলে তরুণ, প্রতিভাবানদের সম্পত্তি তৈরি বণ্টন করতে দিতে হবে। সরকারি লেভি দিন, কর্মসংস্থান তৈরি করুন। এর জন্য সরকারি অফিসারদের ও তরুণদের উৎসাহ দিতে হবে।’ দীনেশ ত্রিবেদী যে বিজেপিতেই যোগ দিচ্ছেন সেটা একপ্রকার নিশ্চিত। শোনা যাচ্ছে, মোদী-অমিত শাহের গুজরাট থেকে রাজ্যসভার একটি আসনে বিজেপি-র টিকিট পেতে পারেন দলত্যাগী তৃণমূল সাংসদ। শুক্রবারই এই দুটি রাজ্যসভার আসনে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে।
‘আগে তিনি অভিযোগের কথা জানাননি। ওনার সিদ্ধান্তে আমি দুঃখিত। আলোচনা করে সিদ্ধান্ত জানাবে দল। ভোটের মুখে এটা করা ঠিক হল না।’ তৃণমূলের তরফে প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ সৌগত রায়। অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি’র সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘আমাদের দলে এলে স্বাগত জানাব।’
‘একবার রেলমন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আজ তিনি অন্তরাত্মা, মনের কথা জানিয়েছেন। উনি দলে এলে স্বাগত জানানো হবে। তৃণমূলে সকলকে দমবন্ধ অবস্থায় থাকতে হয়।’ প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে লড়ে এই অর্জুন সিংয়ের কাছেই হেরে যান দীনেশ ত্রিবেদী।
মনমোহন সিং মন্ত্রিসভায় স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ও পরে রেলমন্ত্রী হন দীনেশ ত্রিবেদী। ২০০৯ ও ২০১৪ সালে ব্যারাকপুর থেকে তৃণমূলের টিকিটে লড়ে লোকসভার সাংসদ হন তিনি। ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপির অর্জুন সিংয়ের কাছে পরাজিত হওয়ার পর রাজ্যসভার সাংসদ হন দীনেশ ত্রিবেদী। এর আগে ১৯৯০-৯৬ ও ২০০২-২০০৮ পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন দীনেশ ত্রিবেদী। ১৯৯৮ সালে কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে।