কলকাতা টুডে ব্যুরো: শনিবারের তুলনায় একলাফে সংক্রমণের সংখ্যা বাড়ল ১৬০০-র বেশি।লাফিয়ে বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা। একদিনে করোনা আক্রান্ত ৬১৫৩ জন, মৃত ৮ জন।দৈনিক সংক্রমণের হার পার করল ১৫ শতাংশ। কলকাতায় দৈনিক সংক্রমণ ৩,০০০ পার করল।
আরও পড়ুন :বাংলায় ওমিক্রন আক্রান্ত আরও ১
রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত করোনা বুলেটিন অনুসারে শনিবার রাজ্যে ৩৮,৬৩৩টি করোনা নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে ৬,১৫৩টি নমুনায় সংক্রমণ পাওয়া গিয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি আক্রান্ত কলকাতায়। সেখানে শনিবার ৩,১৯৪ জনের দেহে সংক্রমণ পাওয়া গিয়েছে। উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ আবার ১,০০০-এর দোরগোড়ায়। সেখানে একদিনে আক্রান্ত ৯৯৪। দক্ষিণ ২৪ পরগনায় ২৮০, পশ্চিম বর্ধমানে ২৫৭ ও হাওড়ায় ৫৯৫ জন করোনা রোগীর খোঁজ পাওয়া গিয়েছে। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্ত ১৬.৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৭,৫৫৩। যা শনিবারের তুলনায় ২১ শতাংশ বেশি। যে পরিসংখ্যান রীতিমতো ভয় ধরাচ্ছে প্রশাসনের। বেড়েছে ওমিক্রন ভেরিয়েন্টের সংক্রমণও। দেশের ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্ত হয়েছেন ১,৫২৫ জন।
Topics
Covid19 Vaccine Hospital Health Kolkata