কলকাতা, ২১ ফেব্রুয়ারি: কেন্দ্রের উল্টো পথে হেঁটে এবার রাজ্যে পেট্রোল, ডিজেলের দাম কিছুটা কমানোর উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।
রবিবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, পেট্রোল, ডিজেলের উপর শুল্ক বাবদ রাজ্য যে কর নেয়, তা কিছুটা কমানো হচ্ছে। সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে পেট্রোল-ডিজেলের উপর রাজ্যের চাপানো সময় সেস এক টাকা কমানো হচ্ছে বলে অমিত মিত্র জানিয়েছেন। রবিবার মধ্যরাত থেকেই এই নিয়ম কার্যকর হবে।
এর অর্থ, রাজ্যে রবিবার রাত ১২ টার পর থেকেই লিটার পিছু ১ টাকা করে কমবে পেট্রোপণ্যের দাম। উল্লেখ্য, কলকাতায় ইতিমধ্যেই ৯১ টাকা ছাড়িয়েছে লিটার পিছু পেট্রোলের দাম। ডিজেলের দাম লিটার পিছু প্রায় ৮৫ টাকা ছুঁইছুঁই।
পেট্রোপণ্যের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে লাগাতার আন্দোলনের কর্মসূচি নিয়েছে তৃণমূল। তার মধ্যেই ভোটের আগে রাজ্যের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।