কলকাতা টুডে ব্যুরো: রাজ্যে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় আরও অনেকটাই কমল করোনা আক্রান্তের সংখ্যা। তবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ল রাজ্যে।গত ২৪ ঘণ্টায় ৪,৫৪৬ জন আক্রান্ত হয়েছে। তবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা না কমায় উদ্বেগ রয়েই গেল। রাজ্যে গত ২৪ ঘন্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। যদিও করোনা সংক্রমণের হার আগের দিনের থেকে প্রায় ১ শতাংশেরও বেশি কমে ৮.৮৪ % হওয়ায় বেশ কিছুটা স্বস্তিতে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
এনিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ১৯ লক্ষ ৬৯ হাজার ৭৯১ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় বেড়েছে মৃত্যু। গত একদিনে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জন। এর আগের দিন মৃত্যু হয়েছিল ৩৬ জনের। তবে, তার আগের দিনও এই সংখ্যাটা ছিল ৩৭। এনিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা ২০ হাজার ৩৭৫ জন।
আরও পড়ুনঃ ‘পাড়ায় পাড়ায় বিদ্যালয় নয়, পাড়ায় পাড়ায় নাটক হচ্ছে,’ কটাক্ষ সুকান্তর
রাজ্য স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২০ হাজার ১৫৭ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯৪ হাজার ৫৩৫ জন।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata