কলকাতা টুডে ব্যুরো: রাজ্যে গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ বেড়ে হয়েছে ১৮,৮০২। যা শুক্রবার ছিল ১৮,২১৩।এদিন রাজ্যে ৬৩,৫১৮টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ১৮,৮০২টি নমুনায় সংক্রমণ ধরা পড়েছে। রাজ্যে সংক্রমণের হার বেড়ে হয়েছে ২৯.৬০ শতাংশ। কলকাতায় ৭,৩৩৭, উত্তর ২৪ পরগনায় ৩,২৮৬, হাওড়ায় ১,৪৮৩ ও পশ্চিম বর্ধমানে ১,০০৬টি নমুনায় সংক্রমণ পাওয়া গিয়েছে। রাজ্যের অন্যান্য জেলাতেও সংক্রমণ উর্ধ্বমুখি। উত্তরবঙ্গেও মাথাচাড়া দিয়েছে করোনা। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭,৩০,৭৫৯।
আরও পড়ুনঃ ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো
এদিন রাজ্যে করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ১৯ জনের। কলকাতায় ৭ জন ও উত্তর ২৪ পরগনায় ৫ জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় ৩ জন করোনায় মারা গিয়েছেন। উত্তরবঙ্গে এদিন করোনায় একমাত্র মৃত্যুটি হয়েছে উত্তর দিনাজপুরে।
আরও পড়ুনঃ বদলে যাবে আবহাওয়া, ফের বৃষ্টির সতর্কতা জারি
এদিন রাজ্যে সুস্থ হয়েছেন ৮,১১২ জন। অ্যাক্টিভ কেস বেড়েছে ১০,৬৭১টি। রাজ্যে অ্যাক্টিভ কেস বেড়ে বয়েছে ৬২,০৫৫। রাজ্যে সুস্থতার হার কমে হয়েছে ৯৫.২৭ শতাংশ।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata