Home ভিডিও রাজ্য বিজেপির কর্মপদ্ধতিকে কটাক্ষ করলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়

রাজ্য বিজেপির কর্মপদ্ধতিকে কটাক্ষ করলেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো: ফের দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললেন তথাগত রায়। সংবাদ মাধ্যমের সামনে বঙ্গ বিজেপির একাধিক ইস্যু নিয়ে সমালোচনায় সরব হলেন তিনি|

প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় আরো বলেন ,’২০২১-এ বিজেপির বিপর্যয়ের জন্য স্পষ্টতই যারা দায়ী তারা কিছুতেই নিজের দোষ বা ষড়যন্ত্র স্বীকার করবে না, উল্টে ব্যাপারটা ঘুলিয়ে দেবার চেষ্টা করবে। আজ রাজ্য বিজেপি সভাপতির কর্তব্য, সেই লোকগুলিকে সম্পূর্ণ বাইরে রেখে সংগঠনের পুনর্জীবনের চেষ্টা করা। নচেৎ দলের আরো ভরাডুবি অবশ্যম্ভাবী।’

Topics

Tathagata Roy BJP TMC Administration Kolkata

Related Articles