Home সংবাদবর্তমান ঘটনা রাজ্য বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ করলেন রাজ্যপাল

রাজ্য বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ করলেন রাজ্যপাল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রাজ্য বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । ‘আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে ট্যুইটে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী দেওয়া ক্ষমতা বলে এই সিদ্ধান্ত’ ট্যুইটে একথাও জানালেন রাজ্যপাল। সবমিলিয়ে চরমে পৌঁছল বিধানসভার সঙ্গে রাজ্যপালের সংঘাত।

নির্দেশিকা জারি করে পশ্চিমবঙ্গে বিধানসভা অধিবেশন স্থগিত রাখার ঘটনা অতীতে ঘটেনি। ফলে এ দিন রাজ্যপালের ঘোষণার রাজভবন-নবান্ন সংঘাত নয়া মাত্রা পেল।

দিল্লিতে বাজেট অধিবেশন চলাকালীন রাজ্যপাল ইস্যুতে একাধিকবার সরব হয়েছে তৃণমূল। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছে ‘বেসরকারিভাবে’ রাজ্যপালকে সরানোর আবেদন জানিয়েছিলেন তৃণমূল সাংসদরা। এরই মাঝে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সরানোর দাবিতে সংসদে স্বতন্ত্র প্রস্তাব আনে তৃণমূল কংগ্রেস। ১৭০ ধারায় রাজ্যসভায় এই প্রস্তাব আনা হয়।

Topics

Assembly Governor Jagdeep Dhankhar Administration Kolkata

Related Articles