কলকাতা টুডে ব্যুরো: রাজ্য সরকার তাঁকে ভয় পায় বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে গঙ্গাসাগর মেলার ওপর নজরদারির জন্য গঠিত কমিটি থেকে শুভেন্দু অধিকারীকে বাদ দিয়েছে কলকাতা হাইকোর্ট।এই নিয়েই এখন চরমে রাজনৈতিক চাপানউতোর।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান
বুধবার কলকাতার সিমলায় স্বামী বিবেকানন্দের বসতবাড়িতে স্বামীজির জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে এসে শুভেন্দু বলেন, ‘‘বিরোধী দলনেতাকে সরকার ভয় পায়। তাই সাগরমেলার কমিটি থেকে আমার নাম বাদ দেওয়ার জন্য এত সওয়াল করেছে আদালতে!’’ একই সঙ্গে শুভেন্দু বলেন, ‘‘আমি ওই কমিটির সদস্য হওয়ার জন্য আদালতের দ্বারস্থ হইনি। কমিটিতে আমার নাম থাকা বা না থাকা নিয়ে আমি লালায়িত নই। রাজ্য সরকারের আপত্তিতে আদালত আমাকে রাখেনি। এতে আমার কোনও অসুবিধা নেই। প্রধান বিচাপতির সিদ্ধান্তকে সম্মান করা উচিত।’’
আরও পড়ুনঃ রাজ্যপালের ডাকা বৈঠক বয়কট মুখ্যসচিব-ডিজিপির, অভিনব কায়দায় টুইট করে সরব রাজ্যপাল
শুভেন্দুর এই মন্তব্যের প্রতিক্রিয়া ফিরহাদ হাকিম বলেছেন, কেউ কাউকে ভয় পায় না। রাজ্য সরকার ওইরকম একজন তুচ্ছ মানুষকে ভয় পাবে কেন?
আরও পড়ুনঃ করোনা ঠেকাতে ডায়মন্ড হারবারে’ডক্টর অন হুইলস’
ফিরহাদ বলেছেন, কেউ কাউকে ভয় পায় না। রাজ্য সরকার ওইরকম একজন তুচ্ছ মানুষকে ভয় পাবে কেন? রাজ্য শুধু একা নয়, সব দল একসঙ্গে হাইকোর্টের কাছে প্রস্তাব করেছিল, কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব পর্যবেক্ষণ করবেন কেন? সে তো রাজনৈতিকভাবে সরকারকে বদনাম করার জন্য..বিভেদগামী রাজনীতি করবে। নিরপেক্ষতার প্রশ্নে হাইকোর্টে সওয়াল করা হয়েছে।
Topics
Gangasagar Mela Firhad Hakim Suvendu Adhikary BJP TMC Kolkata