কলকাতা টুডে ব্যুরো: স্ট্র্যান্ড রোডের রেলভবনে এমন বিধ্বংসী আগুন লাগল কীভাবে? তা এখনও স্পষ্ট নয়। আগুনের উৎসের খোঁজ করতে গিয়ে লিফটের মধ্যে আগুনে ঝলসে দমবন্ধ হয়ে মৃত্যু হয় দমকলকর্মী, রেলকর্মী, পুলিশ অফিসার-সহ ৯ জনের। এত বড় অগ্নিকাণ্ড কীভাবে হল, তার কারণ খুঁজতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল। রেলের চার উচ্চপদস্থ আধিকারিককে নিয়ে তদন্ত কমিটি গড়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ভয়ঙ্কর রূপ নেয়। কিন্তু আগুন নেভানোর জন্য কেন নিয়মের বাইরে গিয়ে লিফট ব্যবহার করে নিজেদের মৃত্যুর কবলে ঠেলে দিলেন দমকল, পুলিশকর্মীরা? সেই প্রশ্ন উঠছে। তবে কি প্রশিক্ষণের অভাব ছিল তাঁদের? লাইফ জ্যাকেটই বা কেন ছিল না দমকল, পুলিশ কর্মীদের কাছে? এর কোনও সদুত্তর নেই কারও কাছে।
দমকল কর্তপক্ষ, লালবাজার তদন্ত শুরু করেছে। দমকলের তরফে হেয়ার স্ট্রিট থানায় মামলাও রুজু করা হয়েছে। পাশাপাশি, মঙ্গলবার সকালে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল জানিয়ে দিয়েছেন, রেলের তরফ থেকেও উচ্চপর্যায়ের তদন্ত হবে। এইজন্য চার সদস্যের কমিটিও গড়ে ফেলা হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী এদিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, রাজ্য সরকার যদি আলাদাভাবে তদন্ত করতে চায় তাহনে তাদের সবরকম সাহায্য করবে রেল।
এদিকে, ফরেনসিক বিশেষজ্ঞরা মঙ্গলবার ঘটনাস্থল থেকে যে নমুনা সংগ্রহ করেছে তাতে প্রাথমিকভাবে নিছকই দুর্ঘটনা অগ্নিকাণ্ডের কারণ হিসেবে উঠে আসছে। পুরনো কেবল থেকে শর্ট সার্কিটে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান।