চিত্তরঞ্জন খাঁড়াঃ ‘লক্ষ্মীছাড়া’ মমতা বন্দোপাধ্যায়ের সরকার। ‘লক্ষ্মীলাভ’ বঙ্গ ক্রিকেটে। মঙ্গলবার সকালে রাজ্য সরকারের মন্ত্রীত্ব ছাড়লেন বাংলার প্রাক্তন অধিনায়ক তথা হাওড়া উত্তর কেন্দ্রের বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা। ক্রীড়া প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন। হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ থেকেও সরে দাঁড়িয়েছেন লক্ষ্মী। তবে বিধায়ক পদে আপাতত থেকে যাচ্ছেন।
তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা থাকলেও লক্ষ্মীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, আপাতত রাজনীতি থেকে দূরে থাকতে চাইছেন ভারতের হয়ে তিনটি ওয়ানডে খেলা বঙ্গ ক্রিকেটের এল আর এস। বরং এবার থেকে আরও বেশি করে ক্রিকেটে সক্রিয়তা দেখাতে চাইছেন সদ্য প্রাক্তন হয়ে যাওয়া রাজ্য সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী। তাই বাংলার ক্রিকেটপ্রেমীরা বলতেই পারেন ‘ঘরের লক্ষ্মী ঘরে ফিরল’।
কেন হঠাৎ করে রাজনীতি, মন্ত্রীত্বে অনীহা তৈরি হল? লক্ষ্মীর সঙ্গে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি। রাত পর্যন্ত ফোন সুইচড অফ। তবে বেশ কিছুদিন ধরেই ঘনিষ্ঠমহলে লক্ষ্মী বলে আসছিলেন, এবার বেশি করে খেলায় মন দেবেন। নিজের ক্রিকেট অ্যাকাডেমিতে অনেক বেশি সময় দেবেন। শোনা যাচ্ছে, সিএবি প্রশাসনে আসতে চাইছেন প্রাক্তন বঙ্গ অধিনায়ক। মঙ্গলবার লক্ষ্মীর পদত্যাগপত্র গ্রহণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জল্পনা উড়িয়ে বলে দিলেন, ‘লক্ষ্মীর পদত্যাগে অন্য কিছু দেখবেন না। লক্ষ্মী খুব ভাল ছেলে। ও একজন ক্রিকেটার। ও খেলায় ফিরতে চাইছে। তাই মন্ত্রীত্ব ও অন্যান্য পদ থেকে অব্যাহতি চেয়েছে। আমি খোলা মনেই ওর ইচ্ছার মর্যাদা দিয়েছি। এর মধ্যে কোনও ভুল বোঝাবুঝি নেই।’
তবে মন্ত্রীত্ব বা বিভিন্ন রাজনৈতিক পদ ছাড়া নিয়ে অন্য অনেক কারণ সামনে আসছে। ক্রিকেটে দিনের পর দিন পরীক্ষা দিয়ে লড়াই করাটা অনেক সহজ। কিন্তু রাজনৈতিক দলে অন্তর্কলহ, গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে থেকে রাজ্যের খেলাধুলার উন্নয়ন কার্যত অসম্ভব। তবে মানুষের জন্য কাজ করে যেতে চান লক্ষ্মী। তাই ২০২১ নির্বাচনের আগে বিধায়ক পদে থেকে যাচ্ছেন তিনি। অনেকের আবার অভিমত, লক্ষ্মী নাকি দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে দ্রুত নিজের সিদ্ধান্ত নিলেন। অহেতুক বাড়তি কাজের চাপ নিয়ে শরীরের ক্ষতি করতে চাইছেন না। রাজনীতি বা সরকার ‘লক্ষ্মীছাড়া’ হলেও বঙ্গ ক্রিকেটের ‘লক্ষ্মীলাভ’-এ উৎসাহ ময়দানে।