নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই আমরা জানিয়েছিলাম আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হতে পারেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার সৌমিক দে। সেই খবরেই সিলমোহর পড়তে চলেছে। তবে সৌমিক নন, সূত্রের খবর, ভোটের আগে আরও বড় চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীরতন শুক্লাকে হারাতে হলেও ক্রিকেটার হারিয়ে সম্ভবত থাকতে হচ্ছে না বাংলার শাসক দলকে। টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে খবর। সেক্ষেত্রে হাওড়ার এক তারকা ক্রিকেটারকে হারিয়ে সেই জেলারই আর এক তারকা ক্রিকেটারকে পাবে শাসক দল।
মনোজের ঘনিষ্ঠ মহল সূত্র মারফত জানা যাচ্ছে, বুধবার হুগলির সাহাগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকেই শাসকদলে যোগ দিতে পারেন বাংলার প্রাক্তন অধিনায়ক। এই ব্যাপারে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়া দেননি মনোজ।ক্রিকেটারের ফোন বেজে গিয়েছে। মেসেজেরও কোনও জবাব দেননি। তৃণমূলের একটি সূত্র মনোজের তৃণমূলে যোগদানের খবর উড়িয়ে দিচ্ছে না।
এখনও ক্রিকেট থেকে অবসর নেননি মনোজ তিওয়ারি। চলতি বিজয় হাজারে ট্রফিতে চোটের কারণে খেলছেন না। রাজনৈতিক দলের কোনও পদে না থাকলে অবশ্য খেলা চালিয়ে যেতে পারেন মনোজ।
মনোজের সঙ্গেই মুখমন্ত্রীর সভায় রাজনীতির ময়দানে অভিষেক হতে পারে উত্তরপাড়ার ‘বাবুসোনা’ সৌমিক দে’র। দলত্যাগী প্রবীর ঘোষালের জায়গায় দিদির বড় ভরসা হতে পারেন লাল-হলুদের প্রাক্তন লেফট ব্যাক।