Home সংবাদ লালগড়ে নাড্ডার সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের বাসে হামলা, গুলি চালানোর অভিযোগ

লালগড়ে নাড্ডার সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের বাসে হামলা, গুলি চালানোর অভিযোগ

by Kolkata Today

লালগড়, ৯ ফেব্রুয়ারিঃ পশ্চিম মেদিনীপুরের লালগড়ে বিজেপি সভাপতি জেপি নড্ডার জনসভায় যোগ দিতে যাওয়ার পথে দলীয়কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল। মঙ্গলবার দুপুরে একটি বাসে করে একদল বিজেপি কর্মী-সমর্থক লালগড় যাচ্ছিলেন।

পথে লালগড়ে ঝিটকার জঙ্গলের কাছে ওই বাসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এমনকি জঙ্গলের ভিতর থেকে বাস লক্ষ্য করে গুলিও চলে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত তৃণমূল যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে।

লালগড়ে ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি ছিল নড্ডার। বিজেপি-র দাবি, সেই কর্মসূচিতে যোগ দিতে বাসে করে মেদিনীপুর থেকে লালগড় যাচ্ছিলেন তাদের একদল কর্মী-সমর্থক। গেরুয়া শিবিরের অভিযোগ, নাড্ডার সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীদের বাস লক্ষ্য করে গুলি চালানো হয়। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়।

যদিও গেরুয়া শিবিরের দাবি, এই ঘটনার সঙ্গে শাসকদল তৃণমূলের যোগসাজশ রয়েছে। নড্ডার সভায় যাতে দলীয় নেতা-কর্মীরা যোগ দিতে না পারেন সে কারণেই গুলি চালানো হয় বলে তাদের দাবি। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। হামলার জেরে বাসের কাচ ভেঙে যায় বলে দাবি পদ্ম শিবিরের।

Related Articles

Leave a Comment