Home সংবাদসিটি টকস লালবাজারে করোনার থাবা, আক্রান্ত অন্তত ৫০ জন পুলিশ

লালবাজারে করোনার থাবা, আক্রান্ত অন্তত ৫০ জন পুলিশ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: নতুন বছরের শুরুতে কলকাতা পুলিসের সদর দফতরে হানা দিল করোনা৷ অন্তত ৫০ জন পুলিস এবং কর্মী করোনায় আক্রান্ত বলে লালবাজার সূত্রে খবর৷ আক্রান্তদের তিনজন আইপিএস অফিসার৷ তবে বেশিরভাগেরই উপসর্গ মৃদু৷ কারওর কারওর শরীরে করোনার তেমন লক্ষণও দেখা যায়নি৷

আরও পড়ুন :বাংলায় ওমিক্রন আক্রান্ত আরও ১

করোনা আক্রান্ত কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার দেবাশিস বড়াল। শনিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তার পর থেকে হোম আইসোলেশনে রয়েছেন তিনি। করোনা আক্রান্ত আরও ২ আইপিএস।

করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ থেকেও। সেখানে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। তার মধ্যে ২ জন ডাক্তারির পড়ুয়া ও একজন প্রশিক্ষণরত চিকিৎসক রয়েছেন।

Topics

Covid19 Omicron  Vaccine  Administration Kolkata

Related Articles

Leave a Comment